বলিউডের অসাধারণ কয়েকটি ছবি, কিন্তু সেগুলি সবই অ্যাডাল্ট অর্থাৎ 'A' রেটিংপ্রাপ্ত। অপ্রাপ্তবয়সে এই সব ছবি দেখা সকলেরই নিষেধ ছিল। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই ছবিগুলি দেখেছেন? অসাধারণ কাহিনি-নির্ভর এই ছবিগুলি মিস করবেন না। (Bollywood Movies)
2/ 10
চাঁদনি বার-- টাবুর অন্যতম সেরা অভিনয় বলা হয় চাঁদনি বার-কে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে পরিস্থিতির চাপে জোর করে এক যুবতীকে বারে নাচ করার গল্প দেখানো হয়েছে। অ্যামাজন প্রাইমে দেখতে পাবেন এই ছবি।
3/ 10
ব্ল্যাক ফ্রাইডে-- ১৯৯৩ সালে বম্বে বিস্ফোরণের উপর তৈরি এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ছবিটি লেখা ও পরিচালনা অনুরাগ কাশ্যপের। নেটফ্লিক্সে দেখতে পাবেন এই ছবি।
4/ 10
মনসুন ওয়েডিং-- মীরা নায়ারের ২০০১ সালে তৈরি এই ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, লিলেট দুবে, শেফালি শাহ-এর মতো অভিনেতারা। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবি।
5/ 10
মাতরুভূমি: এ নেশন উইদআউট উইম্যান-- ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। গ্রামে মেয়েদের অভাব এবং তার জেরে ৫ ভাইকে বিয়ে করার কাহিনি রয়েছে এই ছবিতে। জি৫-এ দেখা যাবে এই ছবি।
6/ 10
ব্যান্ডিট কুইন-- ১৯৯৪ সালে ফুলন দেবীর জীবনের উপর তৈরি এই ছবি। পরিচালক শেখর কাপুর। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবিটি।
7/ 10
হে রাম-- ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ক্রাইম ড্রামা ছবিটি লেখা, পরিচালনা, প্রযোজনা কমল হাসানের। ছবিতেও রয়েছেন তিনি। এছাড়াও রয়েছেন রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান।
8/ 10
চামেলি-- সুধীর মিশ্র পরিচালিত এক যৌনকর্মীর জীবনের গল্প। ২০০৪ সালে এই ছবিতে দেখা গিয়েছিল করিনা কাপুর ও রাহুল বোসকে।
9/ 10
অস্বিত্ব-- ২০০০ সালের মাস্ট ওয়াচ ছবি, পরিচালক মহেশ মঞ্জরেকর। টাবু ও সচিন খেদেকর রয়েছে। জিও সিনেমায় দেখা যাবে এই ছবি।
10/ 10
মাচিস-- চন্দ্রচূড় সিং, ওম পুরী, টাবু ও জিমি শেরগিলের ১৯৯৬ সালের এই ছবিটি রাজনৈতিক থ্রিলার ছবি।