করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেলেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। বলিউডের পরিচালক আদিত্য ধরের সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। নিজের বিয়ের একটি ছবি ইয়ািম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই দারুণ খবরটি শেয়ার করেছিলেন নায়িকা। আদিত্য বলিউডে শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি। সেখানে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে।
বিয়ের দিন পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, আদিত্যর হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন তাঁরা। ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছিলেন, 'আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসার যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভাকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য।'
ইয়ামির বিয়ের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বোন সুরিলি গৌতমও। আর সেখানেই আরও বেশি করে চোখ টেনেছেন সুরিলি। বিশেষ করে সুরিলির বিয়ের অনুষ্ঠানের পোশাক এককথায় হিট বাজারে। দেখা গিয়েছে তাঁদের মা-কেও। চূড়া সেরিমনিতেও দারুণ সেজেছিলেন ইয়ামি। তিনি লাল পোশাকে সেজে এবং মিনিমাল মেক-আপে যেখানে নজর কেড়েছেন ফ্যানেদের, পাশাপাশি বোন সুরিলিও নীল শাড়িতে বিয়েবাড়িতে চমক লাগিয়েছেন।