Bollywood: টাফিকে মনে আছে? সলমান-মাধুরীর 'হাম আপকে হ্যায় কৌন' ছবির সেই সাদা কুকুরটা এখন কোথায়?

Last Updated:
Bollywood Tuffy Dog: বলিউড কাঁপিয়ে দিয়েছিল সলমান খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি। সেই ছবিতে বড় বড় তারকা অভিনেতাদের সঙ্গে নজর কেড়েছিল স্পিচ প্রজাতির সাদা একটি কুকুর টাফিও।
1/10
১৯৯৪ সালে বলিউড কাঁপিয়ে দিয়েছিল সলমান খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি। সেই ছবিতে বড় বড় তারকা অভিনেতাদের সঙ্গে নজর কেড়েছিল স্পিচ প্রজাতির সাদা একটি কুকুর টাফিও।
১৯৯৪ সালে বলিউড কাঁপিয়ে দিয়েছিল সলমান খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি। সেই ছবিতে বড় বড় তারকা অভিনেতাদের সঙ্গে নজর কেড়েছিল স্পিচ প্রজাতির সাদা একটি কুকুর টাফিও।
advertisement
2/10
সুরাজ বরজাতিয়ার পরিচালনায় এই ছবি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। ছবির গানগুলিও ব্যাপক হিট।
সুরাজ বরজাতিয়ার পরিচালনায় এই ছবি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। ছবির গানগুলিও ব্যাপক হিট।
advertisement
3/10
যে কোনও বিয়ের অনুষ্ঠানে দিদি তেরা দেবার দিওয়ানা গান এখনও না হলে যেন সেই বিয়ে পূর্ণই হয় না।
যে কোনও বিয়ের অনুষ্ঠানে দিদি তেরা দেবার দিওয়ানা গান এখনও না হলে যেন সেই বিয়ে পূর্ণই হয় না।
advertisement
4/10
সলমানের চরিত্রের নাম প্রেম ও মাধুরীর চরিত্রের নাম নিশা। এই ছবি বলিউডের ইতিহাসে এক কালজয়ী সৃষ্টি বলাই বাহুল্য।
সলমানের চরিত্রের নাম প্রেম ও মাধুরীর চরিত্রের নাম নিশা। এই ছবি বলিউডের ইতিহাসে এক কালজয়ী সৃষ্টি বলাই বাহুল্য।
advertisement
5/10
পারিবারিক এই ছবিতে বিশেষ নজর কেড়েছিল যে কুকুরটি তার নাম ছিল টাফি। সে না থাকলে সিনেমার ক্লাইম্যাক্স হয়তো হাতছাড়াই থেকে যেত।
পারিবারিক এই ছবিতে বিশেষ নজর কেড়েছিল যে কুকুরটি তার নাম ছিল টাফি। সে না থাকলে সিনেমার ক্লাইম্যাক্স হয়তো হাতছাড়াই থেকে যেত।
advertisement
6/10
প্রেম সলমান, নিশা মাধুরীকে আর ফিরেই পেতেন না। বাড়ির পোষ্য হিসেবে টাফিকে গোটা সিনেমায় জায়গা দিয়েছেন পরিচালক।
প্রেম সলমান, নিশা মাধুরীকে আর ফিরেই পেতেন না। বাড়ির পোষ্য হিসেবে টাফিকে গোটা সিনেমায় জায়গা দিয়েছেন পরিচালক।
advertisement
7/10
কখনও গানের দৃশ্যে, কখনও গাড়ি চড়ে যাওয়ার সময়, কখনও আবার ক্রিকেট ম্যাচের আম্পায়ার হিসেবে।
কখনও গানের দৃশ্যে, কখনও গাড়ি চড়ে যাওয়ার সময়, কখনও আবার ক্রিকেট ম্যাচের আম্পায়ার হিসেবে।
advertisement
8/10
১৯৯৪ সালের সেই ছবির কুকুরটি এখন কোথায় আছে জানেন? কুকুরটি আসল নাম কী ছিল তা কি জানেন? আসুন আপনাকে দারুণ দুই রহস্যের সমাধান দেওয়া যাক।
১৯৯৪ সালের সেই ছবির কুকুরটি এখন কোথায় আছে জানেন? কুকুরটি আসল নাম কী ছিল তা কি জানেন? আসুন আপনাকে দারুণ দুই রহস্যের সমাধান দেওয়া যাক।
advertisement
9/10
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চনের সামনে বসে মাধুরী দীক্ষিত জানিয়েছেন টাফির বিষয়ে। তিনি জানান, সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর রেডো অর্থাৎ সিনেমার টাফিকে মাধুরী দত্তক নিয়েছিলেন।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চনের সামনে বসে মাধুরী দীক্ষিত জানিয়েছেন টাফির বিষয়ে। তিনি জানান, সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর রেডো অর্থাৎ সিনেমার টাফিকে মাধুরী দত্তক নিয়েছিলেন।
advertisement
10/10
বহুদিন মাধুরীর কাছেই ছিল টাফি। ২০০০ সালে ১২ বছর বয়সে মৃত্যু হয় টাফির। তবে ভারতীয় চলচ্চিত্রের দর্শকের কাছে চিরকাল বেঁচে থাকবে আদুরে টাফির কাণ্ডকারখানা।
বহুদিন মাধুরীর কাছেই ছিল টাফি। ২০০০ সালে ১২ বছর বয়সে মৃত্যু হয় টাফির। তবে ভারতীয় চলচ্চিত্রের দর্শকের কাছে চিরকাল বেঁচে থাকবে আদুরে টাফির কাণ্ডকারখানা।
advertisement
advertisement
advertisement