1/ 6


• সম্প্রতি সুশান্তের মৃত্যুর দিন অর্থাৎ গত ১৪ জুনের একটি ভিডিও ফুটেজ শোরগোল ফেলে দিয়েছিল ৷ ভিডিওতে এক মহিলাকে নিয়ে দানা বেঁধেছিল রহস্য ৷ প্রশ্ন উঠেছে কালো ব্যাগ হাতে এক ব্যক্তিকে নিয়েও ৷
3/ 6


• ১৪ জুনের এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সাদা-নীল চেক শার্ট ও লাইট ব্রাউন ট্রাউজার পরা এক মহিলাকে ৷ যিনি সেদিন ওই বিল্ডিংয়ে এসেছিলেন কিন্তু তাঁকে চিনতে পারছেন না বিল্ডিংয়ের কোনও বাসিন্দারাই ৷ এতেই প্রশ্ন উঠেছে কে ওই মহিলা? কী করতেই বা তিনি ওখানে এসেছিলেন!
4/ 6


• সম্প্রতি জানা গিয়েছে, ওই মহিলা রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর বান্ধবী । তাঁর নাম জামেলা ।
5/ 6


• চ্যানেলের ভিডিও ফুটেজ অনুযায়ী যে সময় সুশান্তের দেহ যখন বাড়ি থেকে বার করা হচ্ছিল তখন ওই মহিলা সেখানে যান ৷ তবে পুলিশ তাঁকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়নি ৷