*অতিথির বয়স মাত্র কয়েকদিন। কিন্তু এখন তার ছোট ছোট হাত-পা’য়েই মজেছেন জোনাস দম্পতি। আহ্লাদে আটখানা হয়ে একরত্তিকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করে ফেলেছেন পিগি চপস। ছবির ক্যাপশনে লেখেন, “আমাদের নতুন পরিবারের পারফেক্ট চিত্র। পাণ্ডাকে পরিবারে স্বাগত।" ছবিঃ ইনস্টাগ্রাম।