Bollywood: বিয়ের বছর ঘোরার আগেই বিধবা সুপারহিট নায়িকা, ৭ মাসের গর্ভবতী অবস্থায় দ্বিতীয় বিয়ে, মাত্র ৩৭-এই ফের স্বামীকে হারান,কার কথা হচ্ছে জানেন? পড়ুন

Last Updated:
মাত্র ২৫ বছর বয়সেই, বিয়ের ১১ মাসের মধ্যে প্রথম স্বামীকে হারান। তিনি যখন ৭ মাসের গর্ভবতী তখন বিয়ে করেন কিশোর কুমারকে। কিন্তু দ্বিতীয় বিয়ের পরও দাম্পত্যের স্বাদ পেলেন মাত্র সাত বছর। ৩৭ বছর বয়সে ফের বিধবা হন।
1/9
মাত্র ১৮ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, ঝুলিতে একের পর এক সুপারহিট ছবি! দর্শক থেকে সমালোচকদের প্রশংসা! কিন্তু কেরিয়ার যতটাই ঝলমলে ছিল, ব্যক্তিগত জীবন ছিল ততটাই দুঃখে ভরা। মাত্র ২৫ বছর বয়সেই, বিয়ের ১১ মাসের মধ্যে প্রথম স্বামীকে হারান। তিনি যখন ৭ মাসের গর্ভবতী তখন বিয়ে করেন কিশোর কুমারকে। কিন্তু দ্বিতীয় বিয়ের পরও দাম্পত্যের স্বাদ পেলেন মাত্র সাত বছর। ৩৭ বছর বয়সে ফের বিধবা হন। কার কথা হচ্ছে বলুন তো?
মাত্র ১৮ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, ঝুলিতে একের পর এক সুপারহিট ছবি! দর্শক থেকে সমালোচকদের প্রশংসা! কিন্তু কেরিয়ার যতটাই ঝলমলে ছিল, ব্যক্তিগত জীবন ছিল ততটাই দুঃখে ভরা। মাত্র ২৫ বছর বয়সেই, বিয়ের ১১ মাসের মধ্যে প্রথম স্বামীকে হারান। তিনি যখন ৭ মাসের গর্ভবতী তখন বিয়ে করেন কিশোর কুমারকে। কিন্তু দ্বিতীয় বিয়ের পরও দাম্পত্যের স্বাদ পেলেন মাত্র সাত বছর। ৩৭ বছর বয়সে ফের বিধবা হন। কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/9
তিনি লীনা চন্দভরকর। ৭০-৮০র দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা। ১৯৫০ সালে কর্নাটকে, কোঙ্কনি পরিবারে লীনার জন্ম। বাবা ছিলেন ভারতীয় সেনায়। ছোট থেকেই শিল্পের প্রতি টান লীনার। স্কুলেও নাটক করতেন। অল্প বয়স থেকেই শুরু করেন মডেলিং। মাত্র ১৫ বছর বয়সে তিনি একটি সৌন্দর্য প্রতিযোগিতার ফাইনালে পৌঁছন। তার পরই পা রাখেন সিনেমায়।
তিনি লীনা চন্দভরকর। ৭০-৮০র দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা। ১৯৫০ সালে কর্নাটকে, কোঙ্কনি পরিবারে লীনার জন্ম। বাবা ছিলেন ভারতীয় সেনায়। ছোট থেকেই শিল্পের প্রতি টান লীনার। স্কুলেও নাটক করতেন। অল্প বয়স থেকেই শুরু করেন মডেলিং। মাত্র ১৫ বছর বয়সে তিনি একটি সৌন্দর্য প্রতিযোগিতার ফাইনালে পৌঁছন। তার পরই পা রাখেন সিনেমায়।
advertisement
3/9
১৯৬৮ সালে সুনীল দত্তর 'মন কা মিত' ছবি দিয়ে কেরিয়ার শুরু। বিপরীতে ছিলেন বিনোদ খান্না। ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বলিউডের সুপারহিট নায়িকা ছিলেন লীনা। অভিনয় করেছেন 'হামজোলি', 'হানিমুন', 'মনচলি', 'দিল কা রাজা', 'এক মহেল হো সপনো কা', 'বিদাই', 'প্রীতম', 'বৈরাগ', 'ইয়ারোঁ কা ইয়ার'-এর মতো সফল ছবিতে। কাজ করেছেন প্রায় সব প্রথম সারির নায়কদের সঙ্গে।
১৯৬৮ সালে সুনীল দত্তর 'মন কা মিত' ছবি দিয়ে কেরিয়ার শুরু। বিপরীতে ছিলেন বিনোদ খান্না। ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বলিউডের সুপারহিট নায়িকা ছিলেন লীনা। অভিনয় করেছেন 'হামজোলি', 'হানিমুন', 'মনচলি', 'দিল কা রাজা', 'এক মহেল হো সপনো কা', 'বিদাই', 'প্রীতম', 'বৈরাগ', 'ইয়ারোঁ কা ইয়ার'-এর মতো সফল ছবিতে। কাজ করেছেন প্রায় সব প্রথম সারির নায়কদের সঙ্গে।
advertisement
4/9
লীনার ব্যক্তিগত জীবনে বারবার নেমনে এসেছে শোকের ছায়া। ১৯৭৫ সালের ডিসেম্বরে গোয়ার নামী রাজনৈতিক পরিবারের ছেলে সিদ্ধার্থ বান্ডোডকরের সঙ্গে বিয়ে হয়েছিল লীনার। বিয়ের ১১ দিন পরে তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল। সে দিনই ঘটে যায় দুর্ঘটনা।
লীনার ব্যক্তিগত জীবনে বারবার নেমনে এসেছে শোকের ছায়া। ১৯৭৫ সালের ডিসেম্বরে গোয়ার নামী রাজনৈতিক পরিবারের ছেলে সিদ্ধার্থ বান্ডোডকরের সঙ্গে বিয়ে হয়েছিল লীনার। বিয়ের ১১ দিন পরে তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল। সে দিনই ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
5/9
নিজের বন্দুক পরিষ্কার করছিলেন সিদ্ধার্থ। তখনই আচমকা গুলি চলে তাঁর পেটে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু সম্পূর্ণ সুস্থ আর হতে পারেননি সিদ্ধার্থ। ১১ মাস লড়াইয়ের পর মৃত্যু হয় সিদ্ধার্থ বান্ডোডকরের। বিয়ের বছর ঘোরার আগেই বিধবা হন লীনা।
নিজের বন্দুক পরিষ্কার করছিলেন সিদ্ধার্থ। তখনই আচমকা গুলি চলে তাঁর পেটে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু সম্পূর্ণ সুস্থ আর হতে পারেননি সিদ্ধার্থ। ১১ মাস লড়াইয়ের পর মৃত্যু হয় সিদ্ধার্থ বান্ডোডকরের। বিয়ের বছর ঘোরার আগেই বিধবা হন লীনা।
advertisement
6/9
স্বামীকে হারিয়ে বাবা-মায়ের কাছে ফিরে যান ২৭-এর লীনা। কিন্তু সেখানেও তাঁর নামের পাশে বসে যায় 'অশুভ' তকমা। লীনা ঠিক করেন ফের কাজে ফিরবেন।
স্বামীকে হারিয়ে বাবা-মায়ের কাছে ফিরে যান ২৭-এর লীনা। কিন্তু সেখানেও তাঁর নামের পাশে বসে যায় 'অশুভ' তকমা। লীনা ঠিক করেন ফের কাজে ফিরবেন।
advertisement
7/9
ফের নতুন করে জীবন শুরু করলেন লীনা। ধীরে ধীরে ফিরলেন অভিনয় জগতে। তখনই আলাপ কিশোরকুমারের সঙ্গে। আলাপ ক্রমে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও প্রগাঢ় হল।
ফের নতুন করে জীবন শুরু করলেন লীনা। ধীরে ধীরে ফিরলেন অভিনয় জগতে। তখনই আলাপ কিশোরকুমারের সঙ্গে। আলাপ ক্রমে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও প্রগাঢ় হল।
advertisement
8/9
কিশোরকুমার ছিলেন লীনার থেকে ২১ বছরের বড়। অনেক কাঠখড় পুড়িয়ে দু'জনের বিয়ে হয়। ১৯৮০ সালে। সিনেপ্লট-কে দেওয়া অতীতের এক সাক্ষাৎকারে লীনা জানান, কিশোরকুমারকে বিয়ের সময় তিনি ৭ মাসের গর্ভবতী ছিলেন।
কিশোরকুমার ছিলেন লীনার থেকে ২১ বছরের বড়। অনেক কাঠখড় পুড়িয়ে দু'জনের বিয়ে হয়। ১৯৮০ সালে। সিনেপ্লট-কে দেওয়া অতীতের এক সাক্ষাৎকারে লীনা জানান, কিশোরকুমারকে বিয়ের সময় তিনি ৭ মাসের গর্ভবতী ছিলেন।
advertisement
9/9
কিশোরকুমার আর লীনার বিয়ে ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্নও টিকল না। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর চলে যান কিশোরকুমার। ফের একবার একা হয়ে গেলেন লীনা।
কিশোরকুমার আর লীনার বিয়ে ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্নও টিকল না। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর চলে যান কিশোরকুমার। ফের একবার একা হয়ে গেলেন লীনা।
advertisement
advertisement
advertisement