'রিয়া ভীষণ অত্যাচার, হেনস্থা করত, সুশান্ত সম্পর্ক থেকে বেরতে চাইছিল!' বিহার পুলিশকে জানালেন অঙ্কিতা
অভিনেতার থেকে টাকা হাতানো, শারীরিক ও মানসিক অত্যাচার, ব্ল্যাকমেল-সহ একাধিক অভিযোগে ২৬ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে পটনা থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই বিহার পুলিশের একটি দল পৌঁছে যায় মুম্বইতে। মুম্বই পুলিশকে না জানিয়েই শুরু হয় খোঁজ খবর।


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বারবার খবরে উঠে আসছে প্রয়াত অভিনেতার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম! অভিনেতার থেকে টাকা হাতানো, শারীরিক ও মানসিক অত্যাচার, ব্ল্যাকমেল-সহ একাধিক অভিযোগে ২৬ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে পটনা থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই বিহার পুলিশের একটি দল পৌঁছে যায় মুম্বইতে। মুম্বই পুলিশকে না জানিয়েই শুরু হয় খোঁজ খবর।


মুম্বইয়ে গিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। জিজ্ঞাসাবাদ করছেন প্রয়াত অভিনেতার পরিচিতদের। বুধবার বয়ান দেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। পুলিশের কাছে তিনি জানান, ২০১৯-সালে তাঁর প্রথম ছবি 'মনিকর্ণিকা- দ্যা ক্যুইন অফ ঝাঁসি'-র মুক্তির সময় সুশান্ত তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করে। তাঁদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়। সেই সময়ই রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন সুশান্ত।


পুলিশকে রিয়া জানান, সেদিন কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েন সুশান্ত। জানায়, তিনি ভাল নেই! রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি খুশি নন।


অঙ্কিতা পুলিশকে জানান, রিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন সুশান্ত। বলেছিলেন, রিয়া তাঁকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার করে, উঠতে বসতে চলে হেনস্থা।


সুশান্তের সঙ্গে তাঁর কথোপকথনের প্রমাণ বিহার পুলিশের হাতে তুলে দিয়েছেন অঙ্কিতা। এমনকী রিয়া সম্পর্কে সুশান্ত তাঁকে যা যা বলেছিলেন, সেই সবেরও প্রমাণ পুলিশের হাতে তুলে দেন অঙ্কিতা।