আজ বিকেলেই শেষকৃত্য, মুম্বইয়ের পবনহংস এরোড্রোমে সম্পন্ন হবে সুশান্তের অন্ত্যেষ্টিক্রিয়া

Last Updated:
1/6
• মুম্বইয়ে হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য । সোমবার, বিকেলে নায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে মুম্বইয়ের পবনহংস এরোড্রামে ।
• মুম্বইয়ে হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য । সোমবার, বিকেলে নায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে মুম্বইয়ের পবনহংস এরোড্রামে ।
advertisement
2/6
• সোমবারই পটনা থেকে মুম্বই এসেছেন সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্য আত্মীয়রা । পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আজই বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে ৩৪ বছরের অভিনেতার ।
• সোমবারই পটনা থেকে মুম্বই এসেছেন সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্য আত্মীয়রা । পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আজই বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে ৩৪ বছরের অভিনেতার ।
advertisement
3/6
• গতকাল রাতেই ময়নাতদন্ত হয়েছে মুম্বইয়ের কুপার হাসপাতালে । রিপোর্ট বলছে, গলায় ফাঁস লাগায় শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সুশান্তের । অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হবে । সুশান্ত সিং রাজপুতের বাড়িতে ফরেনসিক দলও গিয়েছেন ঘটনাস্থল ভাল করে পরীক্ষা করার জন্য ।
• গতকাল রাতেই ময়নাতদন্ত হয়েছে মুম্বইয়ের কুপার হাসপাতালে । রিপোর্ট বলছে, গলায় ফাঁস লাগায় শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সুশান্তের । অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হবে । সুশান্ত সিং রাজপুতের বাড়িতে ফরেনসিক দলও গিয়েছেন ঘটনাস্থল ভাল করে পরীক্ষা করার জন্য ।
advertisement
4/6
• তবে পুলিশ সূত্রে খবর, আর্থিক কারণে আত্মহত্যা করেননি সুশান্ত । নায়কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনটাই অনুমান পুলিশের ।
• তবে পুলিশ সূত্রে খবর, আর্থিক কারণে আত্মহত্যা করেননি সুশান্ত । নায়কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনটাই অনুমান পুলিশের ।
advertisement
5/6
• পরিবার সূত্রে খবর, নভেম্বরে বিয়ের কথা ছিল অভিনেতার । বাবার সঙ্গে কথা বলে সম্প্রতি বিয়েতে রাজি হয়েছিলেন । ৫ দিন আগে কথা হয় বোনের সঙ্গে । বোনকে অসুস্থতার কথা জানিয়েছিলেন সুশান্ত । মুম্বইয়ে এসে বান্দ্রার ফ্ল্যাটে দু’দিন ছিলেন বোন ।
• পরিবার সূত্রে খবর, নভেম্বরে বিয়ের কথা ছিল অভিনেতার । বাবার সঙ্গে কথা বলে সম্প্রতি বিয়েতে রাজি হয়েছিলেন । ৫ দিন আগে কথা হয় বোনের সঙ্গে । বোনকে অসুস্থতার কথা জানিয়েছিলেন সুশান্ত । মুম্বইয়ে এসে বান্দ্রার ফ্ল্যাটে দু’দিন ছিলেন বোন ।
advertisement
6/6
• শেষবার বাবার সঙ্গে কথা হয়েছিল তিন দিন আগে । এই সময় তাঁকে সাবধানে থাকতে ও বাড়ি থেকে না বেরতে বলেছিলেন সুশান্ত । বলেছিলেন, পাহাড়ে ঘুরতে নিয়ে যাবেন । তার আগেই নিজে চলে গেলেন এই পাহাড়-সমুদ্র-জঙ্গলের পৃথিবী থেকে অনেকদূরে ।
• শেষবার বাবার সঙ্গে কথা হয়েছিল তিন দিন আগে । এই সময় তাঁকে সাবধানে থাকতে ও বাড়ি থেকে না বেরতে বলেছিলেন সুশান্ত । বলেছিলেন, পাহাড়ে ঘুরতে নিয়ে যাবেন । তার আগেই নিজে চলে গেলেন এই পাহাড়-সমুদ্র-জঙ্গলের পৃথিবী থেকে অনেকদূরে ।
advertisement
advertisement
advertisement