সানি ঝড়ে কাঁপল সোশ্যাল মিডিয়া, দ্রুত গতিতে ভাইরাল সমস্ত ছবি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ কালো সিমেরি স্কার্ট আর মানানসই টপ। হট চেনা ভঙ্গির সানিকে দেখে চমকে উঠলেন নেটিজেনরা। . (Image: Instagram) এই উৎসবের মরশুমে লাল লেহেঙ্গার সঙ্গে সানি পরলেন টি শার্ট। অভিনেত্রী ইন্দো-ওয়েস্টার্ন লুকে সানি যেন আরও সাহসী আরও মোহময়ী। (Image: Instagram) গাঢ় বেগুনি কাট আউট বিকিনিতে সানি আগুন লাগিয়েছেন সৈকতের বালুকাবেলায়। চাবুকের মতো শরীরের আবেদন শুষে নিয়েছে আশেপাশের সব আলো। .(Image: Instagram) বিকিনি স্যুইমিং পুলের জল শরীরী মায়া, সানি লিওনির ছবিগুলি ভাইরাল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ আগুনে রঙা এই চাপা মিনি স্কার্ট যেন সানির শরীরের জন্যই আরও আকর্ষণীয়। (Image: Instagram) সানি লিওন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাই বারেবারে প্রমাণ করা সাধারণের মধ্যে কতখানি জনপ্রিয় সানি লিওন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ (Image: Instagram) সালটা ২০১২।'জিসম ২', নীল ছবির লাস্যময়ী সানি লিওনের বলিউডে আত্মপ্রকাশ। সলমন খানের বিগ বসের দৌলতে পরিচিতির শিখরে পৌছেছিলেন সানি লিওন। সেই পর্ন তারকাই আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। (Image: Instagram) একের পর এক ছবি দিয়েই জনপ্রিয়তা ধরে রেখেছেন সানি লিওন। । বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন। তবে জানেন কি, মাত্র ১৬ বছর বয়সেই টের পেয়েছিলেন নারী ও পুরুষ উভয়ের প্রতি আসক্ত তিনি। এমনকী স্বামী ড্যানিয়েলও নাকি সানিকে প্রথম দেখে লেসবিয়ান ভেবেছিলেন। (Image: Instagram) অতিমারির সময়েও মুম্বইবাসীর পাশে দাঁড়িয়েছিলেন সানি লিওন। পেটা-র সহযোগিতায় দিল্লিতে প্রায় ১০ হাজার পরিযায়ী শ্রমিককে খাওয়ানোর ব্যবস্থা করেন সানি লিওন। (Image: Instagram)