Sunny Leone: দীর্ঘ দাম্পত্যও হবে ফুলসজ্জার রাতের মতোই উষ্ণ, প্রথমবার 'টিপস' দিলেন সানি লিওন

Last Updated:
নিজের দশ বছরের বিবাহবার্ষিকীতে জানালেন রসায়ন ধরে রাখার উপায়। পড়ুন সানির টিপস...
1/10
*সম্প্রতি স্বামী ড্যানিয়েল ওয়েবারের (Daniel Weber) সঙ্গে নিজের দশ বছরের দাম্পত্য উদযাপন করলেন সানি লিওন (Sunny Leone)। সাধারণত বিবাহিত দম্পতিরা বলেন যে বিয়ের মোটামুটি পাঁচ বছরের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যের প্রেম কর্পূরের মতো উবে যায়। ছবিঃ সংগৃহীত। 
*সম্প্রতি স্বামী ড্যানিয়েল ওয়েবারের (Daniel Weber) সঙ্গে নিজের দশ বছরের দাম্পত্য উদযাপন করলেন সানি লিওন (Sunny Leone)। সাধারণত বিবাহিত দম্পতিরা বলেন যে বিয়ের মোটামুটি পাঁচ বছরের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যের প্রেম কর্পূরের মতো উবে যায়। ছবিঃ সংগৃহীত। 
advertisement
2/10
*সানি কিন্তু এই প্রচলিত ধারার উল্টো পথে হেঁটে বললেন যে এই দশ বছরে তাঁদের সম্পর্কের উষ্ণতা একই রকম আছে। লাস ভেগাসের একটি কাফেতে দু'জনের দেখা হয়েছিল। কিছু বছর ডেট করার পর ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। ছবিঃ সংগৃহীত। 
*সানি কিন্তু এই প্রচলিত ধারার উল্টো পথে হেঁটে বললেন যে এই দশ বছরে তাঁদের সম্পর্কের উষ্ণতা একই রকম আছে। লাস ভেগাসের একটি কাফেতে দু'জনের দেখা হয়েছিল। কিছু বছর ডেট করার পর ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
3/10
*নিজের দশ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি Instagram Reel স্টাইল ডান্সের ভিডিও পোস্ট করেছেন। এখানে সানি দাম্পত্যের উষ্ণতা বজায় রাখার পাঁচটি সহজ উপায় বলে দিয়েছেন। ছবিঃ সংগৃহীত। 
*নিজের দশ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি Instagram Reel স্টাইল ডান্সের ভিডিও পোস্ট করেছেন। এখানে সানি দাম্পত্যের উষ্ণতা বজায় রাখার পাঁচটি সহজ উপায় বলে দিয়েছেন। ছবিঃ সংগৃহীত। 
advertisement
4/10
*যার মধ্যে রয়েছে সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখা, মাঝে মধ্যে ডেটে যাওয়া, একসঙ্গে রান্না করা, কখনও সখনও পরস্পরকে হাসানো এবং অবশ্যই ভাল কাজের জন্য বাহবা দেওয়া। ছবিঃ সংগৃহীত। 
*যার মধ্যে রয়েছে সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখা, মাঝে মধ্যে ডেটে যাওয়া, একসঙ্গে রান্না করা, কখনও সখনও পরস্পরকে হাসানো এবং অবশ্যই ভাল কাজের জন্য বাহবা দেওয়া। ছবিঃ সংগৃহীত। 
advertisement
5/10
*ভিডিও-র ক্যাপশন দেওয়ার সময় সানি লেখেন যে টুগেদার টিল গ্রে। তার সঙ্গে সঙ্গে এটাও উল্লেখ করে দেন যে এই ভিডিও তাঁর নিজের বাড়িতে অত্যন্ত সুরক্ষার সঙ্গে সমস্ত রকমের কোভিড বিধি মেনেই শ্যুট করা হয়েছে। ছবিঃ সংগৃহীত। 
*ভিডিও-র ক্যাপশন দেওয়ার সময় সানি লেখেন যে টুগেদার টিল গ্রে। তার সঙ্গে সঙ্গে এটাও উল্লেখ করে দেন যে এই ভিডিও তাঁর নিজের বাড়িতে অত্যন্ত সুরক্ষার সঙ্গে সমস্ত রকমের কোভিড বিধি মেনেই শ্যুট করা হয়েছে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
6/10
*অনেকেই জানেন না যে বলিউডে কাজ করা ছাড়াও সানি একজন সফল ব্যবসায়ীও বটে। তাঁর নিজস্ব গেমিংয়ের ব্যবসা আছে। এ ছাড়াও অন্যান্য বহু জায়গায় বিনিয়োগ করেছেন তিনি। এত কিছু সামলেও সংসারে বেশ খানিকটা সময় দেন তিনি। ছবিঃ সংগৃহীত। 
*অনেকেই জানেন না যে বলিউডে কাজ করা ছাড়াও সানি একজন সফল ব্যবসায়ীও বটে। তাঁর নিজস্ব গেমিংয়ের ব্যবসা আছে। এ ছাড়াও অন্যান্য বহু জায়গায় বিনিয়োগ করেছেন তিনি। এত কিছু সামলেও সংসারে বেশ খানিকটা সময় দেন তিনি। ছবিঃ সংগৃহীত। 
advertisement
7/10
*সারোগেসি পদ্ধতিতে দুই ছেলের মা হয়েছেন এই তারকা। তারও আগে দত্তক নিয়েছেন নিশা নামের এক কন্যা সন্তানকে। নিশাকে দত্তক নেওয়া সানির জীবনে একটি মাইলফলক। ছবিঃ সংগৃহীত। 
*সারোগেসি পদ্ধতিতে দুই ছেলের মা হয়েছেন এই তারকা। তারও আগে দত্তক নিয়েছেন নিশা নামের এক কন্যা সন্তানকে। নিশাকে দত্তক নেওয়া সানির জীবনে একটি মাইলফলক। ছবিঃ সংগৃহীত। 
advertisement
8/10
*জানিয়েছিলেন, অনাথ আশ্রমে অতি কষ্টে দিন গুজরান করত নিশা। তাকে কেউ দত্তক নিতে চাইত না, কারণ জন্ম থেকে তাঁর কিছু অসুস্থতা ছিল। সোশ্যাল মিডিয়া মারফত এই খবর জানার পরেই নিশাকে দত্তক নেন তিনি ও ড্যানিয়েল। ছবিঃ সংগৃহীত। 
*জানিয়েছিলেন, অনাথ আশ্রমে অতি কষ্টে দিন গুজরান করত নিশা। তাকে কেউ দত্তক নিতে চাইত না, কারণ জন্ম থেকে তাঁর কিছু অসুস্থতা ছিল। সোশ্যাল মিডিয়া মারফত এই খবর জানার পরেই নিশাকে দত্তক নেন তিনি ও ড্যানিয়েল। ছবিঃ সংগৃহীত। 
advertisement
9/10
*আপাতত রণবিজয় সিংয়ের (Rannvijay Singh) সঙ্গে স্প্লিটসভিলা ১৩-তে (Splitsvilla 13) আবার সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে সানিকে। ছবিঃ সংগৃহীত। 
*আপাতত রণবিজয় সিংয়ের (Rannvijay Singh) সঙ্গে স্প্লিটসভিলা ১৩-তে (Splitsvilla 13) আবার সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে সানিকে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
10/10
*এ ছাড়াও অর্জুন রামপালের (Arjun Rampal) সঙ্গে দ্য ব্যাটল অফ ভিমা কোরেগাঁওতেও (The Battle Of Bhima Koregaon) আছেন তিনি। ছবিঃ সংগৃহীত।
*এ ছাড়াও অর্জুন রামপালের (Arjun Rampal) সঙ্গে দ্য ব্যাটল অফ ভিমা কোরেগাঁওতেও (The Battle Of Bhima Koregaon) আছেন তিনি। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement