Actress: ৩১-এর সুন্দরী যুবতী অভিনেত্রী! হয়ে গেলেন ‘কল গার্ল’? মন খুলে বললেন,‘আমি খুব খুশি’, আসল ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:
Bollywood Actress Sobhita Dhuliapala: দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমন নায়ক, নায়িকার সংখ‍্যাও প্রচুর। এই তরুণী নায়িকা দক্ষিণে ইতিমধ‍্যেই প্রতিষ্ঠিত। 
1/7
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ নয়। একেবারে সাধারণ পরিবার থেকে সিনে জগতে পা রেখে কঠিন লড়াই করে আজ সফল নায়ক বা নায়িকা, এমন উদাহরণ প্রচুর। আবার শত চেষ্টাতেও অভিনেতা বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে, শেষমেশ বেছে নিতে হয়েছে অন‍্য পেশা। এমন উদাহরণও ভুরি ভুরি।
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ নয়। একেবারে সাধারণ পরিবার থেকে সিনে জগতে পা রেখে কঠিন লড়াই করে আজ সফল নায়ক বা নায়িকা, এমন উদাহরণ প্রচুর। আবার শত চেষ্টাতেও অভিনেতা বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে, শেষমেশ বেছে নিতে হয়েছে অন‍্য পেশা। এমন উদাহরণও ভুরি ভুরি।
advertisement
2/7
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমন নায়ক, নায়িকার সংখ‍্যাও প্রচুর। এই তরুণী নায়িকা দক্ষিণে ইতিমধ‍্যেই প্রতিষ্ঠিত।
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমন নায়ক, নায়িকার সংখ‍্যাও প্রচুর। এই তরুণী নায়িকা দক্ষিণে ইতিমধ‍্যেই প্রতিষ্ঠিত।
advertisement
3/7
বলিউডেও বেশ কয়েকটি ছবি এবং সিরিজে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি তিনি খবরের শিরোনামে তাঁর ‘কল গার্ল’-এর চরিত্রের জন‍্য।
বলিউডেও বেশ কয়েকটি ছবি এবং সিরিজে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি তিনি খবরের শিরোনামে তাঁর ‘কল গার্ল’-এর চরিত্রের জন‍্য।
advertisement
4/7
৩১-এর সুন্দরী শোভিতা ধুলাপালার সৌন্দর্য এবং অভিনয় নিয়ে দেশজুড়ে চর্চা শুরু তিনি ‘দ‍্য নাইট ম‍্যানেজার’ সিরিজে কাজ করার পর থেকেই। অবশ‍্য ‘দ‍্য নাইট ম‍্যানেজার’ ছাড়াও একাধিক ছবি এবং সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তিনি পা রেখেছেন হলিউডে।
৩১-এর সুন্দরী শোভিতা ধুলাপালার সৌন্দর্য এবং অভিনয় নিয়ে দেশজুড়ে চর্চা শুরু তিনি ‘দ‍্য নাইট ম‍্যানেজার’ সিরিজে কাজ করার পর থেকেই। অবশ‍্য ‘দ‍্য নাইট ম‍্যানেজার’ ছাড়াও একাধিক ছবি এবং সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তিনি পা রেখেছেন হলিউডে।
advertisement
5/7
হলিউড ছবি 'মাঙ্কি ম্যান'-এ ‘স্ল‍্যামডগ’ খ‍্যাত দেব প‍্যাটেলের সঙ্গে দেখা যাবে শোভিতাকে। তাঁর চরিত্র নিয়েও শুরু হয়েছে চর্চা। ৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পেয়েছে শোভিতা-দেব অভিনীত ‘ম‍াঙ্কি ম‍্যান’। নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী শোভিতা।
হলিউড ছবি 'মাঙ্কি ম্যান'-এ ‘স্ল‍্যামডগ’ খ‍্যাত দেব প‍্যাটেলের সঙ্গে দেখা যাবে শোভিতাকে। তাঁর চরিত্র নিয়েও শুরু হয়েছে চর্চা। ৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পেয়েছে শোভিতা-দেব অভিনীত ‘ম‍াঙ্কি ম‍্যান’। নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী শোভিতা।
advertisement
6/7
২৬ এপ্রিল ভারতে মুক্তি পাবে 'মাঙ্কি ম্যান'। চরিত্র সম্পর্কে বলতে গিয়ে শোভিতা জানালেন, 'মাঙ্কি ম্যান'-এ 'কল গার্ল' সীতার চরিত্রে অভিনয় করাটা অনেক সম্মানের। তিনি বলেন, এই ছবিতে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে তিনি বেশ সন্তুষ্ট। এই চরিত্রে অভিনয় করে তিনি খুশি, জানালেন শোভিতা।
২৬ এপ্রিল ভারতে মুক্তি পাবে 'মাঙ্কি ম্যান'। চরিত্র সম্পর্কে বলতে গিয়ে শোভিতা জানালেন, 'মাঙ্কি ম্যান'-এ 'কল গার্ল' সীতার চরিত্রে অভিনয় করাটা অনেক সম্মানের। তিনি বলেন, এই ছবিতে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে তিনি বেশ সন্তুষ্ট। এই চরিত্রে অভিনয় করে তিনি খুশি, জানালেন শোভিতা।
advertisement
7/7
শোভিতার কথায়,‘‘এমন একটি চরিত্রে অভিনয় করে আমি গর্বিত বোধ করছি। যদি কোনও বিষয় আমাকে অনু্প্রাণিত করে, সেই বিষয়ের যদি মূল‍্য থাকে, তাহলে পর্দায় আমি সেই গল্পকে দেখতে চাই। আমি এমন চরিত্রের সঙ্গে একটা যোগ অনুভব করি।’’
শোভিতার কথায়,‘‘এমন একটি চরিত্রে অভিনয় করে আমি গর্বিত বোধ করছি। যদি কোনও বিষয় আমাকে অনু্প্রাণিত করে, সেই বিষয়ের যদি মূল‍্য থাকে, তাহলে পর্দায় আমি সেই গল্পকে দেখতে চাই। আমি এমন চরিত্রের সঙ্গে একটা যোগ অনুভব করি।’’
advertisement
advertisement
advertisement