Sonam Kapoor|| মা হতে চলেছেন সোনম কাপুর? সোশ্যাল মিডিয়া পোস্টে নেটাগরিকদের জানালেন নিজেই...

Last Updated:
Sonam Kapoor Pregnancy Comment: সম্প্রতি নিজের Instagram Story-তে তাঁর মাতৃত্ব নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)।
1/5
*যাঁর প্রাণের বন্ধু করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), সেই সোনম কাপুর আহুজা (Sonam Kapoor Ahuja) যদি সত্যি অন্তঃসত্ত্বা হতেন, তাহলে তা মিডিয়ার সামনে খুব সম্ভবত লুকিয়ে রাখতেন না! কেন না, করিনা আপাতত প্রমাণ করে দিয়েছেন বলিউডে যে কী ভাবে নিজের অন্তঃস্বত্ত্বা পর্যায়কে খবর করে তোলা যায়- হবু মায়েদের স্টাইল স্টেটমেন্ট থেকে সুস্বাস্থ্যের টিপস হয়ে সব শেষে গর্ভাবস্থার বাইবেল লেখা- পরতে পরতে খবর হয়েছে নায়িকার মাতৃত্ব! সোনমও এই পথে হেঁটে দ্বিতীয় উদাহরণ হয়ে উঠতেই পারতেন! কিন্তু নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত- তিনি মা হচ্ছেন না, অন্তত এখনই নয়! ছবিঃ ইনস্টাগ্রাম। 
*যাঁর প্রাণের বন্ধু করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), সেই সোনম কাপুর আহুজা (Sonam Kapoor Ahuja) যদি সত্যি অন্তঃসত্ত্বা হতেন, তাহলে তা মিডিয়ার সামনে খুব সম্ভবত লুকিয়ে রাখতেন না! কেন না, করিনা আপাতত প্রমাণ করে দিয়েছেন বলিউডে যে কী ভাবে নিজের অন্তঃস্বত্ত্বা পর্যায়কে খবর করে তোলা যায়- হবু মায়েদের স্টাইল স্টেটমেন্ট থেকে সুস্বাস্থ্যের টিপস হয়ে সব শেষে গর্ভাবস্থার বাইবেল লেখা- পরতে পরতে খবর হয়েছে নায়িকার মাতৃত্ব! সোনমও এই পথে হেঁটে দ্বিতীয় উদাহরণ হয়ে উঠতেই পারতেন! কিন্তু নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত- তিনি মা হচ্ছেন না, অন্তত এখনই নয়! ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/5
*সম্প্রতি নিজের Instagram Story-তে তাঁর মাতৃত্ব নিয়ে সব জল্পনায় ইতি টেনে দিয়েছেন নায়িকা। একটি ছবি পোস্ট করেছেন তিনি ঘরোয়া মেজাজে, সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে কোলের কাছে একটা কিছু আঁকড়ে ধরে রয়েছেন, চুমুক দিচ্ছেন একটা গ্লাসে। একমাথা খোলা চুল আর বড় ফ্রেমের চশমায় সেই ছবিতে সোনমকে একটু ক্লান্তও লাগছে। কেন, সে রহস্য উন্মুক্ত হয়েছে ছবির সঙ্গের বয়ানে। লিখেছেন নায়িকা- "ঋতুচক্রের প্রথম দিনে সঙ্গী হল হট ওয়াটার বটল আর আদা দেওয়া চা"! ঋতুস্রাবের উল্লেখ করে নায়িকা বোঝাতে চেয়েছেন যে তিনি অন্তঃসত্ত্বা নন, হলে ঋতুচক্র শুরু হত না! ফাইল ছবি। 
*সম্প্রতি নিজের Instagram Story-তে তাঁর মাতৃত্ব নিয়ে সব জল্পনায় ইতি টেনে দিয়েছেন নায়িকা। একটি ছবি পোস্ট করেছেন তিনি ঘরোয়া মেজাজে, সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে কোলের কাছে একটা কিছু আঁকড়ে ধরে রয়েছেন, চুমুক দিচ্ছেন একটা গ্লাসে। একমাথা খোলা চুল আর বড় ফ্রেমের চশমায় সেই ছবিতে সোনমকে একটু ক্লান্তও লাগছে। কেন, সে রহস্য উন্মুক্ত হয়েছে ছবির সঙ্গের বয়ানে। লিখেছেন নায়িকা- "ঋতুচক্রের প্রথম দিনে সঙ্গী হল হট ওয়াটার বটল আর আদা দেওয়া চা"! ঋতুস্রাবের উল্লেখ করে নায়িকা বোঝাতে চেয়েছেন যে তিনি অন্তঃসত্ত্বা নন, হলে ঋতুচক্র শুরু হত না! ফাইল ছবি। 
advertisement
3/5
*আসলে নায়িকার মাতৃত্ব নিয়ে গুজব ছড়িয়েছে তাঁর এয়ারপোর্ট লুক থেকে। প্রায় একবছর লন্ডনে থাকার পর দেশে ফিরেছেন অভিনেত্রী। মুম্বই বিমানবন্দের অভিনেত্রীর একটা ঝলক ভাগ করে নেওয়ার জন্য ভিড় করেছিলেন তাঁর অনুরাগী ও পাপারাৎজি ফটোগ্রাফাররা। সোনমকে নিতে এসেছিল বাবা অনিল কাপুর (Anil Kapoor)। এতদিন পর বাবাকে দেখে আবেগাপ্লুত হয়ে যান সোনম। বিমানবন্দর থেকে কিছুটা হেঁটে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই সব মুহূর্ত বলিউডের এক নামী পাপারাৎজি ফটোগ্রাফারের লেন্সবন্দি হয়। ফাইল ছবি। 
*আসলে নায়িকার মাতৃত্ব নিয়ে গুজব ছড়িয়েছে তাঁর এয়ারপোর্ট লুক থেকে। প্রায় একবছর লন্ডনে থাকার পর দেশে ফিরেছেন অভিনেত্রী। মুম্বই বিমানবন্দের অভিনেত্রীর একটা ঝলক ভাগ করে নেওয়ার জন্য ভিড় করেছিলেন তাঁর অনুরাগী ও পাপারাৎজি ফটোগ্রাফাররা। সোনমকে নিতে এসেছিল বাবা অনিল কাপুর (Anil Kapoor)। এতদিন পর বাবাকে দেখে আবেগাপ্লুত হয়ে যান সোনম। বিমানবন্দর থেকে কিছুটা হেঁটে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই সব মুহূর্ত বলিউডের এক নামী পাপারাৎজি ফটোগ্রাফারের লেন্সবন্দি হয়। ফাইল ছবি। 
advertisement
4/5
*ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটাগরিকরা অনুমান করতে শুরু করে দিয়েছেন যে সোনম মা হতে চলেছেন। কমেন্ট বক্সে এই সংক্রান্ত একাধিক মন্তব্যের পাশাপাশি অনেকে তাঁকে অভিনন্দনও জানিয়েছিলেন। ফাইল ছবি। 
*ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটাগরিকরা অনুমান করতে শুরু করে দিয়েছেন যে সোনম মা হতে চলেছেন। কমেন্ট বক্সে এই সংক্রান্ত একাধিক মন্তব্যের পাশাপাশি অনেকে তাঁকে অভিনন্দনও জানিয়েছিলেন। ফাইল ছবি। 
advertisement
5/5
*বিমানবন্দেরর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটাগরিকরা অনুমান করে বলেছেন যে ভাবে তাঁকে সাবধানে নিয়ে আসা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি গর্ভবতী। এমনভাবে সাধারণত গর্ভবতী মহিলাদেরই আগলে রাখা হয়। তাছাড়া জল্পনা উসকে দিয়েছিল নায়িকার গায়ে বড় নীল জ্যাকেট, সবাই দাবি তুলেছিলেন যে ওটা দিয়ে বেবি বাম্প আড়াল করা হয়েছে! ফাইল ছবি।
*বিমানবন্দেরর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটাগরিকরা অনুমান করে বলেছেন যে ভাবে তাঁকে সাবধানে নিয়ে আসা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি গর্ভবতী। এমনভাবে সাধারণত গর্ভবতী মহিলাদেরই আগলে রাখা হয়। তাছাড়া জল্পনা উসকে দিয়েছিল নায়িকার গায়ে বড় নীল জ্যাকেট, সবাই দাবি তুলেছিলেন যে ওটা দিয়ে বেবি বাম্প আড়াল করা হয়েছে! ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement