চলছে কেমোথেরাপি, আস্ত আস্তে দৃষ্টিশক্তি হারাচ্ছেন সোনালি বেন্দ্রে

Last Updated:
1/6
• মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে ৷ এই মুহূর্তে নিউইয়র্কে রয়েছেন নায়িকা ৷ সেখানেই চলছে তাঁর চিকিৎসা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে ৷ এই মুহূর্তে নিউইয়র্কে রয়েছেন নায়িকা ৷ সেখানেই চলছে তাঁর চিকিৎসা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/6
• নিজের অসুস্থতার খবর কয়েক মাস আগে নিজেই জানিয়েছিলেন ট্যুইট করে ৷ সেখানেই জানিয়েছিলেন, তাঁর লড়াইয়ের গল্প ৷ সাহস সঞ্চয় করে অন্য এক জীবনযুদ্ধ শুরু করার গল্প ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• নিজের অসুস্থতার খবর কয়েক মাস আগে নিজেই জানিয়েছিলেন ট্যুইট করে ৷ সেখানেই জানিয়েছিলেন, তাঁর লড়াইয়ের গল্প ৷ সাহস সঞ্চয় করে অন্য এক জীবনযুদ্ধ শুরু করার গল্প ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/6
• প্রতি নিয়তই পরিবার আর বন্ধুদের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি ৷ সেই সমস্ত ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও খুব কাছ থেকে মৃত্যুকে দেখেও হাল না ছাড়ার গল্প বলেন ৷ কখনও বা নেড়া মাথা নিয়েও সুন্দর থাকার আপ্রাণ চেষ্টা নজরে পড়ে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• প্রতি নিয়তই পরিবার আর বন্ধুদের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি ৷ সেই সমস্ত ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও খুব কাছ থেকে মৃত্যুকে দেখেও হাল না ছাড়ার গল্প বলেন ৷ কখনও বা নেড়া মাথা নিয়েও সুন্দর থাকার আপ্রাণ চেষ্টা নজরে পড়ে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/6
• কখনও বন্ধুদের সঙ্গে আউটিং, কখনও নতুন নতুন বই পড়ার অভিজ্ঞতা, সবটাই শেয়ার রেন সোশ্যালের দেওয়ালে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• কখনও বন্ধুদের সঙ্গে আউটিং, কখনও নতুন নতুন বই পড়ার অভিজ্ঞতা, সবটাই শেয়ার রেন সোশ্যালের দেওয়ালে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/6
• সম্প্রতি আরও একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি ৷ নতুন বই পড়া শুরুর আগে পোস্টটি করেছেন বলি-ডিভা ৷ নতুন সেই বইয়ের নাম ‘এ লিটল লাইফ’ ৷  হানয়া ইনাগিহারার লেখা এই বইটি নিয়ে বেশ উত্তেজিত সোনালি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• সম্প্রতি আরও একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি ৷ নতুন বই পড়া শুরুর আগে পোস্টটি করেছেন বলি-ডিভা ৷ নতুন সেই বইয়ের নাম ‘এ লিটল লাইফ’ ৷ হানয়া ইনাগিহারার লেখা এই বইটি নিয়ে বেশ উত্তেজিত সোনালি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
6/6
• কিন্তু পোস্টে নিজেই লিখেছেন, কেমোথেরাপি চলার দরুন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাঁর দৃষ্টিশক্তি ৷ তাই এক টানা বেশিক্ষণ পড়তে পারছেন না সোনালি ৷ আর সে কারণে একটা ভয়ও কাজ করছিল তাঁর মনে ৷ তবে এখন সবকিছু আবার ঠিকঠাক হতে শুরু করেছে, বলেও মন্তব্য করেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• কিন্তু পোস্টে নিজেই লিখেছেন, কেমোথেরাপি চলার দরুন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাঁর দৃষ্টিশক্তি ৷ তাই এক টানা বেশিক্ষণ পড়তে পারছেন না সোনালি ৷ আর সে কারণে একটা ভয়ও কাজ করছিল তাঁর মনে ৷ তবে এখন সবকিছু আবার ঠিকঠাক হতে শুরু করেছে, বলেও মন্তব্য করেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement