শুভ জন্মদিন বাদশা ! দেখুন 'মিডনাইট সেলিব্রেশন'-এর সম্পূর্ণ অ্যালবাম
Last Updated:
advertisement
গতকাল সন্ধে থেকেই 'মন্নত'-এর বাইরে ফ্যানেদের ঢল নেমেছিল। মধ্যরাতে বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। বরাবরের মতো এবারও কাউকে নিরাশ করলেন না খান! ঠিক মধ্যরাতে, 'মন্নত'-এর ছাদে দেখা মিলল শাহরুখের! হাসিমুখে ভক্তদের ধন্যবাদ জানালেন, রাখলেন তাঁদের নানা আবদার! Photo Source:Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
প্রত্যেকবছরই এই দিনটা বিশেষভাবে সেলিব্রেট করে গোটা 'খান' খানদান। গতবার শাহরুখের জন্মদিনের সেলিব্রেশন হয়েছিল মুম্বই থেকে কিছু দূরে আলিবাগের বাংলোয়। তবে এবার বাদশার জন্মদিনের আসর 'মন্নত'-এই। খান পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, 'জিরো'র প্রোমোশনে ব্যস্ত শাহরুখ, কাজেই দূরে কোথাও না, 'মন্নত'-এই জন্মদিনের পার্টি করতে চান। Photo Source: Collected