মা হলেন অমৃতা সিং, কোলে ফুটফুটে সন্তান! নিজের প্রথম ছবি শেয়ার করলেন সারা

Last Updated:
সারার জীবনের প্রথম ছবি । সেই ছবি পোস্ট করে মা অমৃতা সিং’কে উইশ করলেন সারা ।
1/5
• বন্ডিং... পৃথিবীর সেরা বন্ধন বোধহয় এটাই । মা আর সন্তানের মধ্যেকার ভালবাসার সামনে পৃথিবীর যে কোনওসম্পর্কই যেন তুচ্ছ হয়ে যায় । বলিউডের অন্যতম মা-মেয়ে জুটির মধ্যে অবশ্যই অন্যতম সারা আলি কান ও তাঁর মা অমৃতা সিংয়ের বন্ডিং ।
• বন্ডিং... পৃথিবীর সেরা বন্ধন বোধহয় এটাই । মা আর সন্তানের মধ্যেকার ভালবাসার সামনে পৃথিবীর যে কোনওসম্পর্কই যেন তুচ্ছ হয়ে যায় । বলিউডের অন্যতম মা-মেয়ে জুটির মধ্যে অবশ্যই অন্যতম সারা আলি কান ও তাঁর মা অমৃতা সিংয়ের বন্ডিং ।
advertisement
2/5
• অমৃতা আর সইফয়ের যখন বিবাহবিচ্ছেদ হয়ে যায়, সারা তখন অনেকটাই ছোট । স্কুলে পড়েন তিনি । ভাই ইব্রাহিম তো আরও ছোট । তাই সারা বেশিরভাগ বেড়ে ওঠার সময়টাই কেটেছে মায়ের সঙ্গে । মা যেমন তাঁর অভিভাবক, তেমনই বন্ধুও । মা’র সঙ্গে সবকিছু শেয়ার করেন সারা ।
• অমৃতা আর সইফয়ের যখন বিবাহবিচ্ছেদ হয়ে যায়, সারা তখন অনেকটাই ছোট । স্কুলে পড়েন তিনি । ভাই ইব্রাহিম তো আরও ছোট । তাই সারা বেশিরভাগ বেড়ে ওঠার সময়টাই কেটেছে মায়ের সঙ্গে । মা যেমন তাঁর অভিভাবক, তেমনই বন্ধুও । মা’র সঙ্গে সবকিছু শেয়ার করেন সারা ।
advertisement
3/5
• সেই মায়েরই জন্মদিন ছিল গতকাল, বুধবার । সারা সুন্দর করে উইশ করলেন মা’কে । সঙ্গে শেয়ার করলেন দূর্দান্ত কিছু ছবি ।
• সেই মায়েরই জন্মদিন ছিল গতকাল, বুধবার । সারা সুন্দর করে উইশ করলেন মা’কে । সঙ্গে শেয়ার করলেন দূর্দান্ত কিছু ছবি ।
advertisement
4/5
• এর মধ্যে একটি ছবি তো সবার সেরা । সেটাই সারার জীবনের প্রথম ছবি । হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অমৃতা । কোলে সদ্যোজাত সারা । পাশে রয়েছেন সারার দিদাও ।
• এর মধ্যে একটি ছবি তো সবার সেরা । সেটাই সারার জীবনের প্রথম ছবি । হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অমৃতা । কোলে সদ্যোজাত সারা । পাশে রয়েছেন সারার দিদাও ।
advertisement
5/5
• দিনটা ছিল ১৯৯৫ সালের ১২ অগাস্ট । সে দিনই প্রথম সন্তানের জন্ম দেন অমৃতা । সুখের সেই দিনটার ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সারা । মা-মেয়ের মিষ্টি সেই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা ।
• দিনটা ছিল ১৯৯৫ সালের ১২ অগাস্ট । সে দিনই প্রথম সন্তানের জন্ম দেন অমৃতা । সুখের সেই দিনটার ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সারা । মা-মেয়ের মিষ্টি সেই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা ।
advertisement
advertisement
advertisement