‘মনের মধ্যে যে কী চলছে তা বলে বোঝানো যাবে না’, কান্নাভেজা পোস্ট মান্যতার

Last Updated:
এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন সতাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ সন্তান রয়েছে।
1/8
• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। র্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।
• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। র্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।
advertisement
2/8
• এই রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই বলিউডে ফের আরও একটা বড় ধাক্কা লাগে। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগে সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় । সকলেই ভেবেছিল সম্ভবত করোনা আক্রান্ত তিনি । তবে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসে ।
• এই রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই বলিউডে ফের আরও একটা বড় ধাক্কা লাগে। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগে সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় । সকলেই ভেবেছিল সম্ভবত করোনা আক্রান্ত তিনি । তবে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসে ।
advertisement
3/8
• উল্টে দেখা যায়, ক্যান্সার থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে । ফলাফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ।
• উল্টে দেখা যায়, ক্যান্সার থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে । ফলাফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ।
advertisement
4/8
• মুম্বইয়ের হাসপাতালে এখনও চিকিৎসাধীন থাকলেও সঞ্জয়’কে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা চলছে । এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন সতাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ সন্তান রয়েছে।
• মুম্বইয়ের হাসপাতালে এখনও চিকিৎসাধীন থাকলেও সঞ্জয়’কে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা চলছে । এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন সতাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ সন্তান রয়েছে।
advertisement
5/8
• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে ।
• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে ।
advertisement
6/8
• সঞ্জয়ের পরিবার আগেও বহুবার তছনছ হয়েছে এই মারণ রোগের খেলায় । তার থাবা থেকে রক্ষা পেলেন না সঞ্জু বাবাও । আর এতেই যেন দুমড়ে মুচড়ে গিয়েছেন মান্যতা । যা তাঁর নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ।
• সঞ্জয়ের পরিবার আগেও বহুবার তছনছ হয়েছে এই মারণ রোগের খেলায় । তার থাবা থেকে রক্ষা পেলেন না সঞ্জু বাবাও । আর এতেই যেন দুমড়ে মুচড়ে গিয়েছেন মান্যতা । যা তাঁর নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ।
advertisement
7/8
• নিজের একটি প্রাণবন্ত ছবি পোস্ট করেছঠেন মান্যতা । সেখানেই তিনি লিখেছেন, ‘‘মাঝেমধ্যে তোমাকে চুপ করে যেতে হয়, কারণ এটা বোঝানোর মতো কোনও ভাষা থাকে না, যে তোমার মন আর হৃদয়ের ভিতর এখন ঠিক কী চলছে ।’’
• নিজের একটি প্রাণবন্ত ছবি পোস্ট করেছঠেন মান্যতা । সেখানেই তিনি লিখেছেন, ‘‘মাঝেমধ্যে তোমাকে চুপ করে যেতে হয়, কারণ এটা বোঝানোর মতো কোনও ভাষা থাকে না, যে তোমার মন আর হৃদয়ের ভিতর এখন ঠিক কী চলছে ।’’
advertisement
8/8
• এর আগেও সোশ্যাল মিডিয়ায় দুই যমজ ছেলে-মেয়ের হাসিখুশি একটি ছবি পোস্ট করে মান্যতা লিখেছিলেন, ‘‘পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে...ক্রমশ যেন চোরাবালিতে তলিয়ে যাচ্ছি । ঈশ্বর তোমায় রক্ষা করুন... তোমার প্রার্থনায় সাড়া দিন ।’’
• এর আগেও সোশ্যাল মিডিয়ায় দুই যমজ ছেলে-মেয়ের হাসিখুশি একটি ছবি পোস্ট করে মান্যতা লিখেছিলেন, ‘‘পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে...ক্রমশ যেন চোরাবালিতে তলিয়ে যাচ্ছি । ঈশ্বর তোমায় রক্ষা করুন... তোমার প্রার্থনায় সাড়া দিন ।’’
advertisement
advertisement
advertisement