• আর যেখানে পিগি চপসের বিয়ে সেখানে তো ফ্যাশন, স্টাইল, অভিজাত্যের মেলবন্ধন হবেই ৷ তাই বিয়ের প্রতিটা পোশাকই ছিল নজরকাড়া ৷ তবে সবচেয়ে বেশি চোখ টেনেছে খ্রীষ্টান মতে বিয়ের দিন প্রিয়াঙ্কার পরনের গাউনটি ৷ দুধ সাদা গাউনের উল্লেখযোগ্য বিষয়টি ছিল এই লম্বা টেল ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷