শীতের শুরুতেই ছুটি কাটাতে গিয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra in Bikini)। ডেস্টিনেশন মলদ্বীপ, সেখানে সমুদ্রের ধারে কোথাও তিনি ছুটি উপভোগ করছেন তার নমুনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বিকিনি পরা একাধিক ছবি ফের একবার ভক্তদের মন জয় করেছে (Parineeti Chopra in Bikini)। হলুদ বিকিনি ও তার নীল ফিতের ফাঁসে চোখ আটকেছে ভক্তদের। (Parineeti Chopra in Bikini) নীল জলের উপর ভেসে রয়েছেন নায়িকা। কখনও আবার কালো টু-পিসে নজর কেড়েছেন পরিণীতি। স্ট্রাইপ বিকিনিতে আন্ডারওয়াটার ডাইভিংয়ে মত্ত নায়িকা। লাল ভেলভেটের বিকিনিতে মোহময়ী দেখাচ্ছে পরিণীতিকে। বালির উপর কালো টু-পিসে সেক্সি অবতারে নায়িকা। সূর্যস্নানের সময় সেলফিতে মত্ত। লাল ফুলহাতা মনোকিনিতে পরিণীতি চোপড়া নজরকাড়া। ফের একবার জলে ভেসে লাল বিকিনিতে সেক্সি অবতারে নায়িকা।