ধর্মেন্দ্র-শাবানার চুম্বন এখন হটকেক! আগেও ছকভাঙা সাহসী দৃশ্যে দেখা গিয়েছে বহু বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bollywood old actors lip lock: শাবানা-ধর্মেন্দ্রই প্রথম নন, এর আগেও ছক ভেঙে চুমুর দৃশ্যে ধরা দিয়েছেন বহু বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী।
ট্রেলার মুক্তি পাওয়ার পরেই বোঝা গিয়েছিল রেকর্ড ভাঙবে এই ছবি। ভক্তদের সেই আশা রাখল রণবীর-আলিয়ার ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। একে তো কয়েক বছর পরে এই ছবির হাত ধরে ফের পরিচালনার দায়িত্বে ফিরলেন করণ জোহর, তার মধ্যে আবার ছবিতে ছক-ভাঙা কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আর সেই কারণে গত সপ্তাহে মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’।
advertisement
advertisement
এই ছবিতে নায়কের দাদুর ভূমিকায় অভিনয় করেছেন ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্র এবং নায়িকার ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছেন বছর বাহাত্তরের শাবানা আজমি। ছবির একটি দৃশ্যে তাঁদের চুম্বন নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সেই দৃশ্য বর্তমানে নেটমাধ্যমে ভাইরাল। তবে কেউ কেউ বিষয়টা একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না। কিন্তু অনেকেই প্রশংসা করে বলছেন, ছকভাঙা এই চুম্বনের দৃশ্যের মাধ্যমে সাহসিকতার পরিচয় দিয়েছে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। তবে শাবানা-ধর্মেন্দ্রই প্রথম নন, এর আগেও ছক ভেঙে চুমুর দৃশ্যে ধরা দিয়েছেন বহু বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement