Nikki Tamboli: সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তুলেছেন নিক্কি তাম্বোলি! সঙ্গে সময় কাটাচ্ছেন দুই 'দেশি বয়েজ'

Last Updated:
একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। সম্প্রতি কেপ টাউনের সমুদ্র সৈকত থেকে বিকিনি পরা ছবি পোস্ট করলেন নিক্কি।
1/6
বিগবসের (Bigg boss) ঘরে এসে মুহূর্তে জনপ্রিয় হয়ে গিয়েছেন অভিনেত্রী নিক্কি তাম্বোলি (Nikki Tamboli)। তবে শুধু বিগবস নয়। যাঁরা নেটদুনিয়ায় ঘোরাফেরা করেন তারা জানেন নিক্কির রূপেও কূপোকাত অনেকেই। একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। সম্প্রতি কেপ টাউনের সমুদ্র সৈকত থেকে বিকিনি পরা ছবি পোস্ট করলেন নিক্কি।
বিগবসের (Bigg boss) ঘরে এসে মুহূর্তে জনপ্রিয় হয়ে গিয়েছেন অভিনেত্রী নিক্কি তাম্বোলি (Nikki Tamboli)। তবে শুধু বিগবস নয়। যাঁরা নেটদুনিয়ায় ঘোরাফেরা করেন তারা জানেন নিক্কির রূপেও কূপোকাত অনেকেই। একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। সম্প্রতি কেপ টাউনের সমুদ্র সৈকত থেকে বিকিনি পরা ছবি পোস্ট করলেন নিক্কি।
advertisement
2/6
ছবিতে দেখা যাচ্ছে বিশাল সিং ও বরুণ সুদের সঙ্গে সমুদ্র তটে সময় কাটাচ্ছেন নিক্কি। অভিনেত্রীর পরনে কালো রঙের টু-পিস সুইমস্যুট। বিশাল ও বরুণকে দেশি বয়েজ বলে সম্বোধন করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে বিশাল সিং ও বরুণ সুদের সঙ্গে সমুদ্র তটে সময় কাটাচ্ছেন নিক্কি। অভিনেত্রীর পরনে কালো রঙের টু-পিস সুইমস্যুট। বিশাল ও বরুণকে দেশি বয়েজ বলে সম্বোধন করেছেন তিনি।
advertisement
3/6
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সুসময় কাটিয়েছেন নিক্কি। নীল রঙের মোনোকিনিতে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। মুহূর্তে সেই ছবিও ভাইরাল হয়।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সুসময় কাটিয়েছেন নিক্কি। নীল রঙের মোনোকিনিতে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। মুহূর্তে সেই ছবিও ভাইরাল হয়।
advertisement
4/6
২০২০-তে বিগবস ১৪-য় অংশ নিয়েছিলেন তিনি। ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন তিনি। তৃতীয় স্থানাধিকারী হন নিক্কি।
২০২০-তে বিগবস ১৪-য় অংশ নিয়েছিলেন তিনি। ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন তিনি। তৃতীয় স্থানাধিকারী হন নিক্কি।
advertisement
5/6
তামিল ছবি কাঞ্চনা-তে অভিনয় করে জনপ্রিয়তা পান নিক্কি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে মডেলিং করেছেন তিনি।
তামিল ছবি কাঞ্চনা-তে অভিনয় করে জনপ্রিয়তা পান নিক্কি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে মডেলিং করেছেন তিনি।
advertisement
6/6
এছাড়া আরও দুটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন নিক্কি তাম্বোলি। একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন বিগবস ফেম। ফিয়ার ফ্যাক্টর-এ অংশ নিয়েছেন নিক্কি।
এছাড়া আরও দুটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন নিক্কি তাম্বোলি। একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন বিগবস ফেম। ফিয়ার ফ্যাক্টর-এ অংশ নিয়েছেন নিক্কি।
advertisement
advertisement
advertisement