লাল লেহেঙ্গার ঘোমটায় ঢাকা মুখ, নববধূর বেশে পুরুষ হৃদয়ে ঝড় তুললেন গ্ল্যামারস নেহা কক্কর, সোহাগে মজলেন রোহণপ্রীত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
টুকটুকে লাল লেহেঙ্গা। ঘোমটায় ঢাকা মুখ।এবার নববধূর বেশে ছবি পোস্ট করলেন গ্ল্যামারস নেহা কক্কর। সেই ছবি দেখে ভালবাসায় মজলেন স্বামী রোহণপ্রীত সিং।
advertisement
*গত কয়েকদিন ধরে চর্চার তালিকায় রয়েছেন নেহা কক্কর। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে তুমুল চর্চা হচ্ছে। তিনি সত্যিই নাকি বিয়ে করছেন এবার। অক্টোবরের ২৪ তারিখ তাঁর বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে। এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় সকলে নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
*শনিবার মিউজিক ভিডিওর ঝলক হিসেবে লাল লেহেঙ্গায় নিজের ছবি পোস্ট করেন নেহা। পাশাপাশি, তাঁর অনুরাগীদের নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে নেহা লেখে, "This look’s from our #NehuDaVyah song which is out on 21sth and I’m really really excited!! ♥️🥰 Happy Navratri Everyone! 🤗 Jai Mata Di! 🙏🏼। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement