ব্যর্থ প্রেম, কাস্টিং কাউচের অপমান! তবুও দমেননি বলি সুন্দরী নোরা, ২৯-এ ফিরে দেখা সফর
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
আজ যার নাচের ছন্দে মুগ্ধ গোটা দেশ, তাঁকে একদিন বলা হয়েছিল তাঁর মধ্যে নাকি কোনও প্রতিভা নেই। কাস্টিং কাউচ তুচ্ছ ভেবে বার করে দিয়েছিল তাঁকে। কিন্তু তাতেও হাল ছাড়েননি নোরা।
advertisement
advertisement
advertisement
বলিউডে অভিষেক ২০১৪ সালে। প্রথম ছবির নাম হল ‘রোরস: টাইগার্স অব দ্য সুন্দরবনস’। যদিও সেই ছবিতে অভিনয়ের মাধ্যমে নোরা সেইভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। বলিউডে তিনি অনেক বেশি পরিচিত 'আইটেম গার্ল' হিসেবে। তাঁর বিখ্যাত কয়েকটি ছবির নাম হল, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউজ’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’, ‘বাগী থ্রি’।
advertisement
বিদেশ থেকে এসে এই দেশে নিজের কাজ দিয়ে পরিচয় তৈরি করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। আর নোরার জন্য তো রাস্তাটা একেবারেই সহজ ছিল না। এমনকী আজ যার নাচের ছন্দে মুগ্ধ গোটা দেশ, তাঁকে একদিন বলা হয়েছিল তাঁর মধ্যে কোনও প্রতিভা নেই। কাস্টিং কাউচ থেকে শুরু করে পরিচালকেরা তাঁকে তুচ্ছ ভেবে দূরছাই করেছিল। কিন্তু তাতে মোটেও দমে যাওয়ার পাত্রী নন নোরা।
advertisement
নোরার জীবনের তুরুপের তাস হল তাঁর নাচের দক্ষতা। ভাবা যায়না, যিনি কিনা কোনও নাচের প্রথাগত প্রশিক্ষণ নেননি, তাঁর নাচই আজ পিছনে ফেলে দিয়েছে বলিউডের তাবড় তাবড় নায়িকাদের। প্রথমে তাঁর কাছে হিপ হপ, অ্যাফ্রো কিংবা বেলি ড্যান্স-এর মতন নাচগুলি কঠিন মনে হত। তবে প্রচুর পরিশ্রম আর বার বার অনুশীলনের মাধ্যমে আজ তিনি বলিউড কাঁপাচ্ছেন। যে কোনও ধরণের নাচের স্টেপ আজ সহজেই স্বাচ্ছন্দ্য ভাবে করে ফেলছেন নোরা।
advertisement
advertisement
নোরার মনের মানুষ কে? সেই সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও, তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে কিন্তু বেশি দেরি হয়নি। শোনা গিয়েছিল ‘বিগ বস-৯’-এর আর এক প্রতিযোগী প্রিন্স নারুলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিছুদিন অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন নোরা। কিন্তু কোনও সম্পর্কই বেশিদিন স্থায়ী হয়নি তাঁর জীবনে।