ব্যর্থ প্রেম, কাস্টিং কাউচের অপমান! তবুও দমেননি বলি সুন্দরী নোরা, ২৯-এ ফিরে দেখা সফর
আজ যার নাচের ছন্দে মুগ্ধ গোটা দেশ, তাঁকে একদিন বলা হয়েছিল তাঁর মধ্যে নাকি কোনও প্রতিভা নেই। কাস্টিং কাউচ তুচ্ছ ভেবে বার করে দিয়েছিল তাঁকে। কিন্তু তাতেও হাল ছাড়েননি নোরা।


আজ যার নাচের তালে গোটা বলিউড কাঁপছে, কিন্তু আপনি জানেন কি সেই নোরা সুন্দরী কোনওদিন প্রথাগত নাচের শিক্ষাই নেননি। হ্যাঁ ঠিকই, নোরা ফতেহির মতে তাঁর নাচ শেখা, শুরু থেকে শেষ সবটাই ইউটিউব দেখে। তাই বলিউডের এই আইটেম গার্ল নোরার নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। কারণ তাঁর নাচের ভক্ত সকলেই। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


দেশের বাইরে থেকে এসে যারা বলিউড দাপাচ্ছেন, তাঁদের মধ্যে নোরার নাম কিন্তু সবচেয়ে উপরে। সম্পূর্ণ নিজের চেষ্টায় বলিউডে জায়গা করেছেন এই মরক্কোন মডেল। আজ ৬ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন, ২৯ শে পা রাখলেন বলি সুন্দরী নোরা। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


নোরার বাবা-মা মরক্কোর মানুষ হলেও তাঁরা বিয়ের পরেই কানাডায় চলে যান। সেখানেই ক্যিউবেক শহরে ১৯৯২ সালে জন্মান এই বলি অভিনেত্রী। যদিও তাঁর মা একজন ভারতীয় বংশোদ্ভূত। ফলে ভারতীয়, আরবি, কানাডিয়ান, সংস্কৃতির মিশেলে নোরা এবং তাঁর ভাই ওমরের বড় হয়ে ওঠা। পাশাপাশি ইংরেজি ভাষাতেও বেশ সাবলীল অভিনেত্রী। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


বলিউডে অভিষেক ২০১৪ সালে। প্রথম ছবির নাম হল ‘রোরস: টাইগার্স অব দ্য সুন্দরবনস’। যদিও সেই ছবিতে অভিনয়ের মাধ্যমে নোরা তেমন ভাবে ইন্ডাস্ট্রিতে ছাপ ফেলতে পারেননি। বলিউডে তিনি অনেক বেশি পরিচিত 'আইটেম গার্ল' হিসেবেই। তাঁর জনপ্রিয় কয়েকটি ছবির নাম হল, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউজ’, ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’, এবং ‘বাগী থ্রি’। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


বিদেশ থেকে এসে এই দেশে নিজের কাজ দিয়ে পরিচয় তৈরি করার সফর কিন্তু এত সহজ কথা নয়! আর নোরার জন্য তা একেবারেই ছিল না। এমনকী আজ যার নাচের ছন্দে মুগ্ধ গোটা দেশ, তাঁকে একদিন বলা হয়েছিল তাঁর মধ্যে নাকি কোনও প্রতিভা নেই। কাস্টিং কাউচ থেকে শুরু করে পরিচালকেরা তাঁকে তুচ্ছ ভেবে দূরছাই করেছিলেন। সেই সময় মানসিক অবসাদের কথা নিজের মুখেই স্বীকার করেছেন নায়িকা। কিন্তু তাতে মোটেও দমে যাওয়ার পাত্রী ছিলেন না নোরা। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


নোরার জীবনের তুরুপের তাস হল তাঁর নাচের দক্ষতা। ভাবা যায়? যিনি কিনা কোনও নাচের প্রথাগত প্রশিক্ষণ নেননি, তাঁর নাচই আজ পিছনে ফেলে দিয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। প্রথমে তাঁর কাছে হিপ হপ, অ্যাফ্রো কিংবা বেলি ড্যান্স-এর মতন নাচগুলি কঠিন মনে হলেও, প্রচুর পরিশ্রম আর বার বার অনুশীলনের মাধ্যমে আজ তিনি বলিউড কাঁপাচ্ছেন। যে কোনও ধরণের নাচের স্টেপ আজ সহজেই স্বাচ্ছন্দ্য ভাবে করে ফেলছেন নোরা। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


বলিউডের ছবিতে আইটেম গার্লের ভূমিকায় দেখা গেলেও পাশাপাশি নোরাকে কিন্তু বিভিন্ন মিউজিক ভিডিও, এমনকী ‘বিগ বস-৯’- এ প্রতিযোগী হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম। সলমন খানের ভক্ত নোরা শুধু তাঁর জন্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সে কথা নিজেই সাক্ষাৎকারে জানান তিনি। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)


নোরার মনের মানুষ কে? সেই সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও, তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে কিন্তু বেশি দেরি হয়নি। শোনা গিয়েছিল ‘বিগ বস-৯’-এর আর এক প্রতিযোগী প্রিন্স নারুলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিছুদিন অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গেও ঘনিষ্ঠ হয়েছিলেন নোরা। কিন্তু কোনও সম্পর্কই বেশিদিন স্থায়ী হয়নি বলি ডিভা নোরার জীবনে। (ছবি :ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া)