• দেখতে দেখতে ছেলে জেনের বয়স এখন তিন মাস হতে চলল ৷ কিন্তু এর আগে কখনও ছেলের ছবি পোস্ট করেননি শাহিদ-মীরা ৷ এতদিন তাকে লোকচক্ষুর আড়ালে রাখারই চেষ্টা চলছিল ৷ পাপারাৎজিদের নজরও সতর্কভাবেই এড়িয়ে গিয়েছেন শাহিদ-মীরা ৷ শুধুমাত্র হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় এক ঝলক দেখা গিয়েছিল কাপড়ে মোড়া পুঁচকে জেনকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷