Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
Bangla Digital Desk
1/ 7
বলিউডের 'ছাঁইয়া ছাঁইয়া' গার্ল মালাইকা অরোরা (Malaika Arora) ফের মা হতে চাইছেন। সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের এমন ইচ্ছের কথাই জানিয়েছেন অভিনেত্রী।
2/ 7
অভিনেতা-পরিচালক আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে গিয়েছে বহুদিন। তাঁদের ১৮ বছরের এক ছেলে রয়েছে, নাম আরহান। তবে এখন মালাইকার মাঝে মাঝেই মনে হচ্ছে, এক কন্যাসন্তানের মা হতে পারলে তিনি খুবই খুশি হতেন।
3/ 7
সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শো-তে বিচারকের আসনে বসেছিলেন মালাইকা। সেখানে এক খুদে প্রতিযোগী ফ্লোরিনা গগৈ-এর পারফরম্যান্স দেখার পরই মেয়ের মা হওয়ার ইচ্ছে জেগেছে মালাইকার।
4/ 7
ফ্লোরিনাকে নিয়ে মালাইকা বলেছেন, 'ফ্লোরিনা আমার হৃদয়ে ফের দোলা দিয়েছে। ওর পারফরম্যান্স এবম ওকে দেখে আমি মুগ্ধ। আমার পরিবারে সবাই মেয়ে, আর এখন আমার পরিবারের সবার ছেলে। তাই, কন্যাসন্তানকে খুবই মিস করি।'
5/ 7
মেয়ের মা হওয়া নিয়ে মালাইকার আরও বক্তব্য, 'আমি আমার ছেলে আরহানকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমার মনে হয় ইশ যদি আমার এক মেয়েও থাকত। ফ্লোরিনার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি। ওকে দেখে মনে হয়েছে আমার মেয়ে থাকলে নিজে হাতে ওকে সাজিয়ে দিতাম।'
6/ 7
মালাইকা অরোরার বোন অমৃতারও দুই ছেলে রায়ান ও আজান। আরবাজ খানের ভাই সোহেল খানেরও দুই ছেলে নিরভান ও ইয়োহান। তাই এত ছেলে সন্তানের মাঝে এবার মেয়ের মা হওয়ার সাধ জেগেছে মালাইকার।
7/ 7
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন নিজের চেয়ে প্রায় ১০ বছরের ছোট ৩৬ বছরের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন মালাইকা। একসঙ্গে ডেটিং, বেড়াতে যাওয়া সবই চলে তাঁদের। যদিও সন্তানের মা হওয়া নিয়ে অর্জুনের প্রসঙ্গে টানেননি অভিনেত্রী। ভক্তদের প্রশ্ন, অর্জুন কি শুনেছেন মালাইকার মনের কথা?
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
বলিউডের 'ছাঁইয়া ছাঁইয়া' গার্ল মালাইকা অরোরা (Malaika Arora) ফের মা হতে চাইছেন। সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের এমন ইচ্ছের কথাই জানিয়েছেন অভিনেত্রী।
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
অভিনেতা-পরিচালক আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে গিয়েছে বহুদিন। তাঁদের ১৮ বছরের এক ছেলে রয়েছে, নাম আরহান। তবে এখন মালাইকার মাঝে মাঝেই মনে হচ্ছে, এক কন্যাসন্তানের মা হতে পারলে তিনি খুবই খুশি হতেন।
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
ফ্লোরিনাকে নিয়ে মালাইকা বলেছেন, 'ফ্লোরিনা আমার হৃদয়ে ফের দোলা দিয়েছে। ওর পারফরম্যান্স এবম ওকে দেখে আমি মুগ্ধ। আমার পরিবারে সবাই মেয়ে, আর এখন আমার পরিবারের সবার ছেলে। তাই, কন্যাসন্তানকে খুবই মিস করি।'
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
মেয়ের মা হওয়া নিয়ে মালাইকার আরও বক্তব্য, 'আমি আমার ছেলে আরহানকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমার মনে হয় ইশ যদি আমার এক মেয়েও থাকত। ফ্লোরিনার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি। ওকে দেখে মনে হয়েছে আমার মেয়ে থাকলে নিজে হাতে ওকে সাজিয়ে দিতাম।'
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
মালাইকা অরোরার বোন অমৃতারও দুই ছেলে রায়ান ও আজান। আরবাজ খানের ভাই সোহেল খানেরও দুই ছেলে নিরভান ও ইয়োহান। তাই এত ছেলে সন্তানের মাঝে এবার মেয়ের মা হওয়ার সাধ জেগেছে মালাইকার।
Malaika Arora: ৪৭ বছরের 'HOT' মালাইকা অরোরা ফের মা হতে চাইছেন, অর্জুন কি শুনেছেন?
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন নিজের চেয়ে প্রায় ১০ বছরের ছোট ৩৬ বছরের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন মালাইকা। একসঙ্গে ডেটিং, বেড়াতে যাওয়া সবই চলে তাঁদের। যদিও সন্তানের মা হওয়া নিয়ে অর্জুনের প্রসঙ্গে টানেননি অভিনেত্রী। ভক্তদের প্রশ্ন, অর্জুন কি শুনেছেন মালাইকার মনের কথা?