Bollywood Love Stories:ছেলের প্রেমিকার ঠোঁটে চুমু, বাবার 'কীর্তি' জেনে বিয়ে ভেঙেছিলেন সুপারহিট নায়ক, সেই প্রেমিকাও কিন্তু নামযাদা নায়িকা, বাবা তো কিংবদন্তী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রেমিকাকে চুমু খেয়েছিলেন বাবা, আর তাতেই বাবা ও প্রেমিকার উপর রেগে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন সুপারহিট নায়ক। সেই প্রেমিকা কিন্তু বলিউডের নামজাদা নায়িকা, বাবা তো কিংবদন্তী অভিনেতা। চরিত্রদের চিনতে পারছেন?
advertisement
 কথা হচ্ছে রানি মুখোপাধ্যায় আর অভিষেক বচ্চনের! একসময় বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত, দু'জনের প্রেম কাহিনির নানা মুখরোচক কিস্যা। মাঝখানে নাকি গোল পাকালেন অমিতাভ বচ্চন। ৩৫ বছরের ছোট রানিকে অনস্ক্রিনে চুমু খেয়েছিলেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ ! বলিউডের গুঞ্জন, বাবার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বলে প্রেমিকা রানির উপর রেগে গিয়ে সম্পর্কটাই ভেঙে দিয়েছিলেন অভিষেক বচ্চন।
advertisement
 পুরো বিষয়টি ঘটে ২০০৫ সালে সঞ্জয় লীলা ভনসালির ছবি 'ব্ল্যাক'-এ! সেখানে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। ছবির একটি দৃশ্যে রানি আর অমিতাভের লিপকিসের দৃশ্য ছিল। আর সেই দৃশ্যই কাল হল রানির ব্যক্তিগত জীবনের জন্য। বাবার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর উপর রেগে গেলেন অভিষেক। খাপ্পা হয়েছিলেন জয়া বচ্চনও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement

