Lisa Haydon: তৃতীয় সন্তানকে স্তন্যদানের ছবি শেয়ার করে ভাইরাল লিসা হেডেন, দেখেছেন?

Last Updated:
প্রথমবার মেয়ে লারার সঙ্গে ভক্তদের পরিচয় করালেন অভিনেত্রী লিসা হেডেন (Lisa Haydon)।
1/8
প্রথমবার মেয়ে লারার সঙ্গে ভক্তদের পরিচয় করালেন অভিনেত্রী লিসা হেডেন (Lisa Haydon)।
প্রথমবার মেয়ে লারার সঙ্গে ভক্তদের পরিচয় করালেন অভিনেত্রী লিসা হেডেন (Lisa Haydon)।
advertisement
2/8
রবিবার ইনস্টাগ্রামে লিসা শেয়ার করেছেন লারাকে স্তন্যদানের একাধিক ছবি।
রবিবার ইনস্টাগ্রামে লিসা শেয়ার করেছেন লারাকে স্তন্যদানের একাধিক ছবি।
advertisement
3/8
গত জুনেই লিসা ও তাঁর স্বামী ডিনো লালভানি তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রেখেছেন লারা।
গত জুনেই লিসা ও তাঁর স্বামী ডিনো লালভানি তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রেখেছেন লারা।
advertisement
4/8
২০১৬ সালে বিয়ের পরের বছরই তাঁদের প্রথম পুত্রসন্তান জ্যাকের জন্ম হয়।
২০১৬ সালে বিয়ের পরের বছরই তাঁদের প্রথম পুত্রসন্তান জ্যাকের জন্ম হয়।
advertisement
5/8
গত বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় বার মা হয়েছিলেন লিসা। জন্ম দেন পুত্রসন্তান লিওকে।
গত বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় বার মা হয়েছিলেন লিসা। জন্ম দেন পুত্রসন্তান লিওকে।
advertisement
6/8
লারাকে এবার ভক্তদের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী। লিসার পোস্ট নিমেষে নজর কেড়েছে নেটিজেনের।
লারাকে এবার ভক্তদের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী। লিসার পোস্ট নিমেষে নজর কেড়েছে নেটিজেনের।
advertisement
7/8
প্রেগন্যান্সির সময়ও বেবি-বাম্পের একাধিক ছবি শেয়ার করতেন লিসা।
প্রেগন্যান্সির সময়ও বেবি-বাম্পের একাধিক ছবি শেয়ার করতেন লিসা।
advertisement
8/8
তখনও লিসার সাহসী ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে সন্তানকে স্তন্যদানের এই নতুন ছবিও নিমেষে নজর কেড়েছে ভক্তদের।
তখনও লিসার সাহসী ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে সন্তানকে স্তন্যদানের এই নতুন ছবিও নিমেষে নজর কেড়েছে ভক্তদের।
advertisement
advertisement
advertisement