kriti Sanon|| ১৫ কেজি ওজন ঝড়িয়ে নয়া লুকে 'সেক্সবম্ব' কৃতি শ্যানন, তীব্র শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:
১৫ কেজি ওজন ঝড়িয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। তাঁর তীব্র শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড়। মুহূর্তে ভাইরাল হয়েছে নয়া লুকের ছবি...
1/6
*পরম সুন্দরি (Param Sundari) গানে নেচে ঝড় তুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। মিমি (Mimi) ছবিতে রয়েছে ওই গানটি। চলতি সপ্তাহের শুক্রবার বিকেলে গানটি প্রকাশ পেয়েছে। সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন লক্ষ্মণ উটেকার ( Laxman Utekar)। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। সংগৃহীত ছবি।
*পরম সুন্দরি (Param Sundari) গানে নেচে ঝড় তুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। মিমি (Mimi) ছবিতে রয়েছে ওই গানটি। চলতি সপ্তাহের শুক্রবার বিকেলে গানটি প্রকাশ পেয়েছে। সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন লক্ষ্মণ উটেকার ( Laxman Utekar)। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*পরম সুন্দরি গানটি কম্পোজ করেছেন এ আর রহমান (AR Rahman)। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya)। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। গানটির ভিডিয়োতে দেখা যাচ্ছে কৃতি একটি স্টেজের উপর নাচ করছেন এবং প্রচুর দর্শক তাঁর সেই নাচের সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছেন। সংগৃহীত ছবি।
*পরম সুন্দরি গানটি কম্পোজ করেছেন এ আর রহমান (AR Rahman)। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya)। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। গানটির ভিডিয়োতে দেখা যাচ্ছে কৃতি একটি স্টেজের উপর নাচ করছেন এবং প্রচুর দর্শক তাঁর সেই নাচের সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*ওই গানের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতি স্বয়ং। তিনি ক্যাপশনে লিখেছেন, “#ParamSundari এবার এখানে। মিমি একদম ফুল ফর্মে রয়েছে। গান প্রকাশিত হয়েছে। গানের লিঙ্ক বায়ো-তে রয়েছে। এক্সক্লুসিভ ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৩০ জুলাই শুধুমাত্র অফিসিয়াল Jio Cinema এবং Netflix-এ। এর সঙ্গে Jio Cinema এবং Netflix-কে ট্যাগ করেছেন তিনি। সংগৃহীত ছবি।
*ওই গানের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতি স্বয়ং। তিনি ক্যাপশনে লিখেছেন, “#ParamSundari এবার এখানে। মিমি একদম ফুল ফর্মে রয়েছে। গান প্রকাশিত হয়েছে। গানের লিঙ্ক বায়ো-তে রয়েছে। এক্সক্লুসিভ ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৩০ জুলাই শুধুমাত্র অফিসিয়াল Jio Cinema এবং Netflix-এ। এর সঙ্গে Jio Cinema এবং Netflix-কে ট্যাগ করেছেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*সিনেমার যখন ট্রেলার প্রকাশ পেয়েছিল তখন সংবাদসংস্থা ANI কে কৃতি বলেছিলেন, “এটা দেখে আমি কতটা সন্তুষ্ট তা বলে বোঝাতে পারব না। এই সিনেমাটি আমার কাছে অত্যন্ত স্পেশাল। এই সিনেমায় অভিনয় করার জন্য আমি আমার সবটুকু দিয়ে দিয়েছিলাম।” সংগৃহীত ছবি।
*সিনেমার যখন ট্রেলার প্রকাশ পেয়েছিল তখন সংবাদসংস্থা ANI কে কৃতি বলেছিলেন, “এটা দেখে আমি কতটা সন্তুষ্ট তা বলে বোঝাতে পারব না। এই সিনেমাটি আমার কাছে অত্যন্ত স্পেশাল। এই সিনেমায় অভিনয় করার জন্য আমি আমার সবটুকু দিয়ে দিয়েছিলাম।” সংগৃহীত ছবি।
advertisement
5/6
*তিনি আরও বলেছিলেন, “ আমার মধ্যে যা ইমোশন আছে তা প্রকাশ করতে সাহায্য করেছে মিমি। এরপর যখন সিনেমারটির ট্রেলার প্রকাশ পেয়েছে তখন সবাই তা দেখছে এবং খুব প্রশংসা করছে। টিমের প্রত্যেকে যেভাবে কাজ করেছে তাতে সবাই সুখ্যাতি করছে।” তাঁর চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন কমিয়েছেন কৃতি। যদিও এটা অত্যন্ত কঠিন কাজ ছিল বলে জানিয়েছেন তিনি। সংগৃহীত ছবি।
*তিনি আরও বলেছিলেন, “ আমার মধ্যে যা ইমোশন আছে তা প্রকাশ করতে সাহায্য করেছে মিমি। এরপর যখন সিনেমারটির ট্রেলার প্রকাশ পেয়েছে তখন সবাই তা দেখছে এবং খুব প্রশংসা করছে। টিমের প্রত্যেকে যেভাবে কাজ করেছে তাতে সবাই সুখ্যাতি করছে।” তাঁর চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন কমিয়েছেন কৃতি। যদিও এটা অত্যন্ত কঠিন কাজ ছিল বলে জানিয়েছেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*মিমিতে কৃতি ও পঙ্কজের পাশাপাশি দেখা গেছে মনোজ পাহাওয়া (Manoj Pahw) এবং সুপ্রিয় পাঠককে (Supriya Pathak)। চলতি মাসের ৩০ তারিখ Jio Cinema এবং Netflix-এ দেখা যাবে সিনেমাটি। মূলত একটি মারাঠি ছবির রিমেক হল মিমি। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই মারাঠি ছবিটির নাম মালা আই ভাইচে (Mala Aai Vhhaychy)। সংগৃহীত ছবি।
*মিমিতে কৃতি ও পঙ্কজের পাশাপাশি দেখা গেছে মনোজ পাহাওয়া (Manoj Pahw) এবং সুপ্রিয় পাঠককে (Supriya Pathak)। চলতি মাসের ৩০ তারিখ Jio Cinema এবং Netflix-এ দেখা যাবে সিনেমাটি। মূলত একটি মারাঠি ছবির রিমেক হল মিমি। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই মারাঠি ছবিটির নাম মালা আই ভাইচে (Mala Aai Vhhaychy)। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement