Leander Paes dating Kim Sharma: যুবরাজের প্রাক্তন বান্ধবী কিমের সঙ্গে 'রাত কাটাচ্ছেন' লিয়েন্ডার পেজ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ বলিউড নায়িকা কিম শর্মাকে ডেট করছেন (Leander Paes dating Kim Sharma)।
advertisement
advertisement
১৯৯২ থেকে ২০১৬-র মধ্যে সাতটি অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লিয়েন্ডার। তাঁর সঙ্গে যুবরাজ সিংয়ের প্রাক্তন বান্ধবীকে হঠাত্ একই ফ্রেমে দেখে অনেকেই অবাক। কারণ এর আগে কিম শর্মার সঙ্গে লিয়েন্ডারের কোনও ছবি কখনও দেখা যায়নি। তাঁরা কবে থেকে একে অপরকে ডেট করছেন সেটা জানার জন্য নেটিজেনদের একাংশের কৌতুহলের শেষ নেই।
advertisement
কিছুদিন আগেই গোয়ার একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। লিয়েন্ডার বা কিম, কেউই রাখঢাক করেননি। গত বছরই তিনি টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। ডাবলস স্পেশালিস্ট লিয়েন্ডারের হাতে এখন অগাধ সময়। তা ছাড়া রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই রয়েছেন। আর এমন সময় কি কিম শর্মা তাঁর জীবনে এলেন!
advertisement
advertisement