ঘটনার জল এতদূর গড়ায় যে তড়িঘড়ি মোদি সরকার ‘ওয়াই’ ক্যাটাগরির সিকিউরিটির ব্যবস্থা করে বলিউডের কুইনের জন্য ৷ বুধবার ৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বইয়ে আসেন ৷ সেদিনই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) অভিনেত্রীর অফিসে বেআইনি নির্মাণ ভেঙে দেয় ৷ বম্বে হাইকোর্টের নির্দেশে সেই কাজ মাঝপথে বন্ধ হলেও শিবসেনা ও কঙ্গনার সংঘাত থামার নামই নিচ্ছে না ৷
নিজের বাড়ি ও অফিস ভাঙার দুঃখকে কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার সঙ্গেও তুলনা করেন কুইন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে দেওয়া হুমকি ভিডিয়োর কারণেই একাধিক মামলার মুখে কঙ্গনা। মুখ্যমন্ত্রীর চরিত্র হনন, প্রশাসনিক পদের অপমান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা- এমনই বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।