প্রথমবার সদ্যজাত মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে কল্কি, দেখুন ছবি

Last Updated:
মেয়ের প্রথম ছবি শেয়ার করলেন কল্কি
1/6
মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ জানা গিয়েছে, শুক্রবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷
মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ জানা গিয়েছে, শুক্রবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷
advertisement
2/6
প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কল্কিকে নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা ৷ নিন্দুকেরা মন্তব্য করেছিল বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে বিয়ে করার আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন তিনি৷ আর বিয়ের আগেই মা হলেন কল্কি ৷
প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কল্কিকে নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা ৷ নিন্দুকেরা মন্তব্য করেছিল বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে বিয়ে করার আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন তিনি৷ আর বিয়ের আগেই মা হলেন কল্কি ৷
advertisement
3/6
এবার বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের কলে রয়েছে ছোট সাফো।
এবার বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের কলে রয়েছে ছোট সাফো।
advertisement
4/6
মেয়ের জন্মের পরই তার পায়ের ছাপ একটি সাদা কাগজে নিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন কল্কি
মেয়ের জন্মের পরই তার পায়ের ছাপ একটি সাদা কাগজে নিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন কল্কি
advertisement
5/6
কল্কি ছবিগুলির ক্যাপশনে লেকেন, ১৭ ঘন্টার লেবারের পর তিনি হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হার মানেননি তাঁর চিকিত্‍সক এবং নার্সরা। তাঁদের অক্লান্ত সহযোগিতায় ১৮ ঘন্টার মাথায় মেয়ে স্যাফোর ওয়াটারবার্থ হয়।
কল্কি ছবিগুলির ক্যাপশনে লেকেন, ১৭ ঘন্টার লেবারের পর তিনি হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হার মানেননি তাঁর চিকিত্‍সক এবং নার্সরা। তাঁদের অক্লান্ত সহযোগিতায় ১৮ ঘন্টার মাথায় মেয়ে স্যাফোর ওয়াটারবার্থ হয়।
advertisement
6/6
শুধু তাই নয়, বেবি বাম্প নিয়ে কল্কির ফটোশ্যুটও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই কারণে নেটিজেনদের অনেক তীর্যক কথাও শুনতে হয়েছিল কল্কিকে ৷
শুধু তাই নয়, বেবি বাম্প নিয়ে কল্কির ফটোশ্যুটও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই কারণে নেটিজেনদের অনেক তীর্যক কথাও শুনতে হয়েছিল কল্কিকে ৷
advertisement
advertisement
advertisement