ইতিহাস লিখল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা', গতকাল দর্শকের ভিড় সামলাতে ক্র্যাশ করে যায় হটস্টার

Last Updated:
সুশান্তের ক্যারিজমা, ম্যাজিক আজও এতটুকু ফিঁকে হয়নি! প্রিয় অভিনেতার শেষ ছবি দেখতে হটস্টারে ভিড় জমান আট থেকে আশি! একই সময়ে এত সংখ্যক মানুষ 'দিল বেচারা' দেখতে থাকেন যে একসময়ে ক্র্যাশ করে যায় হটস্টার! ফলে বহু দশর্ককে সমস্যার মধ্যে পড়তে হয়। পরিচালক হনসল মেহেতাও একই সমস্যায় ভুক্তভোগী। নিজেই ট্যুইট করে সে'কথা জানান পরিচালক।
1/5
ডিজনি + হটস্টারে ২৪ জুলাই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। সন্ধে সাড়ে ৭টায় প্রিমিয়ার হয় ছবিটির। মুক্তির পরমুহূর্ত থেকেই সুশান্তকে একটিবার দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মে ভিড় জমায় আসমুদ্র হিমাচল! একসঙ্গে এত দর্শককে সামলাতে হিমশিম খেয়ে যায় হটস্টার, এমনকী একসময়ে ক্র্যাশ পর্যন্ত করে যায় এই ওটিটি প্ল্যাটফর্ম।
ডিজনি + হটস্টারে ২৪ জুলাই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। সন্ধে সাড়ে ৭টায় প্রিমিয়ার হয় ছবিটির। মুক্তির পরমুহূর্ত থেকেই সুশান্তকে একটিবার দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মে ভিড় জমায় আসমুদ্র হিমাচল! একসঙ্গে এত দর্শককে সামলাতে হিমশিম খেয়ে যায় হটস্টার, এমনকী একসময়ে ক্র্যাশ পর্যন্ত করে যায় এই ওটিটি প্ল্যাটফর্ম।
advertisement
2/5
সুশান্তের ক্যারিজমা, ম্যাজিক আজও এতটুকু ফিঁকে হয়নি! প্রিয় অভিনেতার শেষ ছবি দেখতে হটস্টারে ভিড় জমান আট থেকে আশি! একই সময়ে এত সংখ্যক মানুষ 'দিল বেচারা' দেখতে থাকেন যে একসময়ে ক্র্যাশ করে যায় হটস্টার! ফলে বহু দশর্ককে সমস্যার মধ্যে পড়তে হয়। পরিচালক হনসল মেহেতাও একই সমস্যায় ভুক্তভোগী। নিজেই ট্যুইট করে সে'কথা জানান পরিচালক।
সুশান্তের ক্যারিজমা, ম্যাজিক আজও এতটুকু ফিঁকে হয়নি! প্রিয় অভিনেতার শেষ ছবি দেখতে হটস্টারে ভিড় জমান আট থেকে আশি! একই সময়ে এত সংখ্যক মানুষ 'দিল বেচারা' দেখতে থাকেন যে একসময়ে ক্র্যাশ করে যায় হটস্টার! ফলে বহু দশর্ককে সমস্যার মধ্যে পড়তে হয়। পরিচালক হনসল মেহেতাও একই সমস্যায় ভুক্তভোগী। নিজেই ট্যুইট করে সে'কথা জানান পরিচালক।
advertisement
3/5
হনসল মেহেতার ট্যুইটে অনেক দর্শকই রিপ্লাই করেন যে তাঁরাও একই সমস্যায় ভুগেছেন। কেউ লিখছেন, '' জানতাম এমনটা হবে, থ্যাঙ্ক গড, বিপত্তির আগেই দেখে নিয়েছি!'' কেউ বা লিখছেন, '' টেকনোলজি সব সামলাতে পারে, কিন্তু ভালবাসা নয়! গো পিওপল গো... লেটস মেক হিস্টরি! আমাদের সুশান্তের মাস্টারপিস সবাই দেখ! একমাত্র ভালবাসাই সব জিতে নিতে পারে! সুশান্ত তুমি ভাল থেকো, ভালবাসা নিও!''
হনসল মেহেতার ট্যুইটে অনেক দর্শকই রিপ্লাই করেন যে তাঁরাও একই সমস্যায় ভুগেছেন। কেউ লিখছেন, '' জানতাম এমনটা হবে, থ্যাঙ্ক গড, বিপত্তির আগেই দেখে নিয়েছি!'' কেউ বা লিখছেন, '' টেকনোলজি সব সামলাতে পারে, কিন্তু ভালবাসা নয়! গো পিওপল গো... লেটস মেক হিস্টরি! আমাদের সুশান্তের মাস্টারপিস সবাই দেখ! একমাত্র ভালবাসাই সব জিতে নিতে পারে! সুশান্ত তুমি ভাল থেকো, ভালবাসা নিও!''
advertisement
4/5
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' IMB রেটিংয়ে ১০\১০ পেয়েছে!
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' IMB রেটিংয়ে ১০\১০ পেয়েছে!
advertisement
5/5
'দিল বেচারা'য় সুশান্তের বিপরীতে দেখা মিলেছে নবাগতা সঞ্জনা সাংঘির। লেখক জন গ্রিন-এর 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার' অবলম্বনে দেখা হয় ছবির চিত্রনাট্য । ২০১৮ সালেই শেষ হয়ে যায় মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার শ্যুটিং, কিন্তু নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায়। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি 'দিল বেচারা'র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। ডিজনি হটস্টার এও জানায়, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা।
'দিল বেচারা'য় সুশান্তের বিপরীতে দেখা মিলেছে নবাগতা সঞ্জনা সাংঘির। লেখক জন গ্রিন-এর 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার' অবলম্বনে দেখা হয় ছবির চিত্রনাট্য । ২০১৮ সালেই শেষ হয়ে যায় মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার শ্যুটিং, কিন্তু নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায়। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি 'দিল বেচারা'র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। ডিজনি হটস্টার এও জানায়, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা।
advertisement
advertisement
advertisement