• প্রথম বিয়ে ভেঙে যাওয়ার দু’বছরের মাথায় ফের বিয়ে করেছেন দিয়া । করোনা পরিস্থিতেই ছোট করে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন নায়িকা । পাত্রের নাম বৈভব রেখি । এটি তাঁরও দ্বিতীয় বিয়ে । ছবি- ইনস্টাগ্রাম ।
3/ 8
• সম্প্রতি জনপ্রিয় হলিডে ডেস্টিনেশন মালদ্বীপে গিয়েছেন তাঁরা । সঙ্গে গিয়েছে ছোট্ট সামাইরা । বৈভবের প্রথম পক্ষের মেয়ে সে । ছবি- ইনস্টাগ্রাম ।
4/ 8
• মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে প্রেমের সম্পর্কের পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জনে। দিয়া-বৈভবের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ শোরগোল হয় বলি ইন্ডাস্ট্রিতে। গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। ছবি- ইনস্টাগ্রাম ।
5/ 8
• মালদ্বীপ থেকে একের পর এক চোখ ধাঁধানো ছবি উপহার দিচ্ছেন দিয়া । ভারত মহাসাগরের শান্ত, স্নিগ্ধ, নীল জলরাশি, মনোরম আবহাওয়া, বিলাসবহুল রিসর্ট, কখনও সূর্যদয়, কখনও সাগর পাড়ে সূর্যাস্ত দেখেই দিন কাটছে তাঁদের । ছবি- ইনস্টাগ্রাম ।
6/ 8
• মেয়ে সামাইরার একাধিক ছবি আপলোড করেছেন সৎ মা দিয়া । ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের সম্পর্ক বেশ সহজ-স্বাভাবিক । দু’জনে একসঙ্গে সমুদ্রে ঝাঁপাচ্ছেন, ডলফিনদের সঙ্গ উপভোগ করছেন, ফুরফুরে মেজাজে ক্যামেরার সঙ্গে পোজও দিচ্ছেন । ছবি- ইনস্টাগ্রাম ।
7/ 8
• ৩৯ বছরের দিয়ে এখনও বেশ প্রাণবন্ত । ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর । ২০১৯-এএসে ভেঙে যায় সেই সম্পর্ক । ফের অবশ্য নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী । মাস খানেক হল বৈভব রেখির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর । ছবি- ইনস্টাগ্রাম ।
8/ 8
• সম্প্রতি ‘সঞ্জু’, ‘থাপ্পড়’ ছবিতে দেখা গিয়েছে দিয়াকে । ‘জি5’-এ ‘কাফির’ ওয়েবসিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দিয়া । ছবি- ইনস্টাগ্রাম ।
• মালদ্বীপ থেকে একের পর এক চোখ ধাঁধানো ছবি উপহার দিচ্ছেন দিয়া । ভারত মহাসাগরের শান্ত, স্নিগ্ধ, নীল জলরাশি, মনোরম আবহাওয়া, বিলাসবহুল রিসর্ট, কখনও সূর্যদয়, কখনও সাগর পাড়ে সূর্যাস্ত দেখেই দিন কাটছে তাঁদের । ছবি- ইনস্টাগ্রাম ।
• মেয়ে সামাইরার একাধিক ছবি আপলোড করেছেন সৎ মা দিয়া । ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের সম্পর্ক বেশ সহজ-স্বাভাবিক । দু’জনে একসঙ্গে সমুদ্রে ঝাঁপাচ্ছেন, ডলফিনদের সঙ্গ উপভোগ করছেন, ফুরফুরে মেজাজে ক্যামেরার সঙ্গে পোজও দিচ্ছেন । ছবি- ইনস্টাগ্রাম ।
• ৩৯ বছরের দিয়ে এখনও বেশ প্রাণবন্ত । ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর । ২০১৯-এএসে ভেঙে যায় সেই সম্পর্ক । ফের অবশ্য নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী । মাস খানেক হল বৈভব রেখির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর । ছবি- ইনস্টাগ্রাম ।