Happy Birthday Saif Ali Khan: স্বামীর ৫১ বছরের জন্মদিন, সুইমিং পুলে ঘনিষ্ঠ সইফ-করিনা! দেখুন

Last Updated:
৫১ বছরে পা দিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Happy Birthday Saif Ali Khan)।
1/6
৫১ বছরে পা দিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Happy Birthday Saif Ali Khan)। নিজের জীবনের এই বিশেষ দিনকে সেলিব্রেট করতে সইফ চলে গিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্ত্রী করিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর-জেহ।
৫১ বছরে পা দিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Happy Birthday Saif Ali Khan)। নিজের জীবনের এই বিশেষ দিনকে সেলিব্রেট করতে সইফ চলে গিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্ত্রী করিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর-জেহ।
advertisement
2/6
মালদ্বীপে সুইমিং পুলের ধারে বসে সপিরবারে ছবি শেয়ার করেছেন করিনা। সেখানে দেখা গিয়েছে করিনার পাশে শুয়ে রয়েছে ছোট্ট জেহ। সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ-করিনা-তৈমুর।
মালদ্বীপে সুইমিং পুলের ধারে বসে সপিরবারে ছবি শেয়ার করেছেন করিনা। সেখানে দেখা গিয়েছে করিনার পাশে শুয়ে রয়েছে ছোট্ট জেহ। সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ-করিনা-তৈমুর।
advertisement
3/6
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। সেখানে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ ছবিও। সুইমিং পুলের জলে একে অপরকে জড়িয়ে বিশেষ সময় কাটাচ্ছেন নবাব দম্পতি।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। সেখানে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ ছবিও। সুইমিং পুলের জলে একে অপরকে জড়িয়ে বিশেষ সময় কাটাচ্ছেন নবাব দম্পতি।
advertisement
4/6
ছবি শেয়ার করে করিনা সইফের উদ্দেশে লিখেছেন, 'আমার জীবনের ভালোবাসাকে শুভ জন্মদিন। অসীমেরও চেয়েও অসীমে তোমার সঙ্গে থাকতে চাই শুধু।'
ছবি শেয়ার করে করিনা সইফের উদ্দেশে লিখেছেন, 'আমার জীবনের ভালোবাসাকে শুভ জন্মদিন। অসীমেরও চেয়েও অসীমে তোমার সঙ্গে থাকতে চাই শুধু।'
advertisement
5/6
এদিন সইফের বোন সাবা একটি ভিডিও শেয়ার করে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দাদাকে তিনি লিখেছেন, সাফল্য ও আনন্দের শুভকামনা। ভিডিওয়ে তাঁদের ছোটবেলার নানা মুহূর্ত বন্দি করেছেন সাবা আলি খান।
এদিন সইফের বোন সাবা একটি ভিডিও শেয়ার করে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দাদাকে তিনি লিখেছেন, সাফল্য ও আনন্দের শুভকামনা। ভিডিওয়ে তাঁদের ছোটবেলার নানা মুহূর্ত বন্দি করেছেন সাবা আলি খান।
advertisement
6/6
আপাতত মালদ্বীপেই চলছে জমজমাট সেলিব্রেশন। মুম্বইতে ফিরে এসে ফের পরিবারের সঙ্গে সময় কাটানো ও পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের।
আপাতত মালদ্বীপেই চলছে জমজমাট সেলিব্রেশন। মুম্বইতে ফিরে এসে ফের পরিবারের সঙ্গে সময় কাটানো ও পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের।
advertisement
advertisement
advertisement