Bollywood Gossip: গুরুর কাছে শিখছিলেন মিউজিক, সেখানেই গুরুপত্নীর সঙ্গে চুটিয়ে প্রেম, ঘর থেকে পালিয়ে বিয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: বরকে লুকিয়ে বরের শিষ্যের সঙ্গে চুটিয়ে প্রেম, পাঁচ বছর ধরের বরের বাড়িতে থেকেই প্রেমিকের সঙ্গে এক্সট্রাম্যারিটাল...
প্রেম তো অন্ধই হয়, সে মানে না কোনও নিয়ম, কোনও সমাজের অনুশাসন৷ জনপ্রিয় বাংলা গানেও তাই লাইন থাকে ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না’- ঠিক সেরকমটাই হয়েছিল বলিউডের নামী সিঙ্গার রূপ কুমার রাঠোরের৷ ২০০৮ সালে 'তুজ মে রব দিখতা হ্যায়' গানটি রিলিজের পর সারা ভারতের বহু মানুষ তাঁর কণ্ঠের দিওয়ানা হয়েছিলেন৷
advertisement
রূপ কুমার রাঠোড়ের জাদুকরী কণ্ঠ বিভিন্ন গান মন ছুঁয়েছে মানুষের৷ তিনি বহু বছর ধরে লড়াই করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন৷ রূপ কুমার রাঠোড, যিনি অগ্নিপথের 'ও সান্যা' বা ১৯৯৭ সালের ছবি 'তু চলু-র মতো চমৎকার গান দর্শকদের উপহার দিয়েছেন৷ তিনি একজন সুপারহিট গায়ক এবং সঙ্গীত সুরকার। প্রায় ৩ দশক ধরে বলিউডে রাজত্ব করা রূপ কুমার রাঠোর ভজন সম্রাট অনুপ জালোটার সঙ্গে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।
advertisement
একসময় অনুপ জালোটার ভজন পারফরম্যান্সের টিমে তবলা বাজাতেন রূপ কুমার রাঠোর৷ কিন্তু অনুপ জালোটার শিষ্য হয়ে শুরু করা গায়ক হিসেবে পরিণত হওয়ায় তাঁর আর কোনও প্রয়োজন নেই। এদিকে যে গুরুর শিষ্য হয়ে তিনি শুরু করেছিলেন তাঁর স্ত্রী-র সঙ্গেই মন দেওয়া নেওয়ার খেলা শুরু করেছিলেন৷ রূপ কুমার রাঠোরের হৃদয় তাঁর গুরু অনুপ জালোটার স্ত্রীর জন্য পড়েছিল।
advertisement
advertisement
সালটা ১৯৮৪- অনুপ জালোটা আমেরিকায় গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী রূপ কুমারের প্রেমে পড়েছিলেন৷ ৮০-র দশক বলিউডের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনুপ জালোটার ভজন ভারত ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হত৷ ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকা থেকে ভজন গাওয়ার জন্য আমন্ত্রিত পেয়েছিলেন৷ এ সময় রূপ কুমার রাঠোর অনুপ জালোটার দলের সঙ্গী ছিলেন এবং নিজের কলাকে আরও শান দিয়ে নিচ্ছিলেন৷ তিনি সে সময় অনুপ জালোটার মিউজিক টিম তবলা বাজাতেন।
advertisement
অনুপ জালোটার সঙ্গে স্ত্রী সোনালিকে দিতে বলেছিলেন। কিন্তু সোনালি আমেরিকা যেতে রাজি হননি। তখন অনুপ জালোটা-র সেই সময়ে বুঝতে পারেননি এর নেপথ্য কারণটি ঠিক কী? কিন্তু পরে সত্যিটা জানাজানি হয়ে যায়। অনুপ জালোটার স্ত্রী সোনালি তাঁর স্বামীর দলে তবলা বাজানো রূপ কুমার রাঠোড়ের প্রেমে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে গোপন সম্পর্ক চলে।
advertisement
advertisement
advertisement