Bollywood Gossip: তাঁর ছেলের নামে সিঁথিতে সিঁদুর পরতেন নায়িকা, ‘ ও সকলকে বোঝায় ওকে যে কেউ পেতে পারে! ও একটা ডাইনি’-মারাত্মক অভিনয় নার্গিসের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: রেখা নাকি সব পুরুষকেই ইঙ্গিত দিতেন চাইলেই তাঁকে পাওয়া যায়
advertisement
advertisement
advertisement
সঞ্জয় এবং রেখার সম্পর্কের গুজব ছিল এবং কেউ কেউ দাবি করেছিলেন যে এই জুটি একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। অক্ষয় কুমার থেকে শত্রুঘ্ন সিনহা, উমরাও জানে অভিনেত্রীর নাম সবার সঙ্গেই যুক্ত হয়েছেন। ১৯৮০ সালে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়েতে রেখা সিঁথিতে সিঁদুর দিয়ে এসেছিলেন যা দেখে সকলেই চমকে গিয়েছিল৷ যেহেতু হিন্দু মহিলারা বিয়ের পরেই সিঁথিতে সিঁদুর পরেন আর সে সময় রেখার কারোর সঙ্গে বিয়ে ছিল না৷ Photo- File
advertisement
কয়েক বছর পরে, ১৯৮৪ সালে, খুবসুরত অভিনেত্রী সঞ্জয় দত্তের সঙ্গে জমিন-আসমান ছবিতে অভিনয় করছিলেন৷ সিনেমার শ্যুটিং শুরুর পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতার গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। ইয়াসির উসমানের রেখা: দ্য আনটোল্ড স্টোরি জীবনীতেও এই ঘটনার উল্লেখ করা হয়েছে। উসমান উল্লেখ করেছেন যে কিছু ট্যাবলয়েড দাবি করেছিল যে রেখা এবং সঞ্জয় দত্তের বিয়ে হয়েছিল এবং সিলসিলা অভিনেত্রী সেই সময় সঞ্জয় দত্তের নামে সিঁদুর পরতেন। Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
