Guess the Actress: প্রথম ছবিতেই বাজিমাত! অপরূপ সুন্দরী নায়িকার টানা দু-বছর মেলেনি কোনও সিনেমা! বিএমডব্লিউ, অডি ছাড়া চলে না, এখন কী করছেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Guess the Actress: ছোট থেকেই অভিনয়ের প্রতি টান। সুযোগ পেলেই স্কুলের নাটকে নাম লেখাতেন। তারপর স্কুলের চেনা মঞ্চ থেকে ফিলিপিনসের ম্যানিলা। ২০০০ সালে মাত্র ১৯-এই জিতে নিয়েছেন ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর খেতাব। তিনি আর কেউ নয় দিয়া মির্জা।
advertisement
১৯৮১ সালে হায়দরাবাদে দিয়ার জন্ম। কলেজে পড়ার সময় থেকেই তাই চাকরি করেছেন দিয়া। এক সংস্থার মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিযুক্ত ছিলেন বেশ কিছু দিন। তাই দশটা-পাঁচটার চাকরির পাশাপাশি চালিয়ে গিয়েছেন মডেলিং। বিভিন্ন নামী সংস্থার মুখ হয়ে উঠেছিলেন যুবতী দিয়া। অভিনয়ের সুযোগ খুঁজে চলেছিলেন হন্যে হয়ে। এর পরেই ‘মিস এশিয়া প্যাসিফিক’। বলিউডের দিকে এগিয়ে যান আরও এক ধাপ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৪ সালে বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের প্রেমিক, পেশায় ব্যবসায়ী সাহিল সঙ্ঘকে। পাঁচ বছরের মাথায় সেই সংসার ভাঙে। বিচ্ছেদ হয় সাহিল-দিয়ার। তবে দাম্পত্য ভাঙলেও তাঁদের বন্ধুত্ব এখনও অমলিন। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ফের বিয়ে করেন ব্যবসায়ী বৈভব রেখিকে। ২০২১-এর মে মাসে পুত্রসন্তানের মা হন দিয়া। একরত্তির নাম রেখেছেন অভ্যান আজাদ।