Bollywood Gossip: আদৌ তিনি প্রাক্তন নন, তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে নয়া কথা শোনা গেল এ আর রহমানের স্ত্রীয়ের মুখে, চমকে যাচ্ছে সকলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: বিয়ে নাকি ভাঙেনি , এদিকে দুই দিন আগেই নিজেই জানিয়েছিলেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিষয়টি...
: অস্কারজয়ী সঙ্গীত সুরকার এ আর রহমান হাসপাতালে ভর্তি হতেই তাঁর প্রাক্তন স্ত্রী-র কথায় ১৮০ ডিগ্রি বদল৷ কয়েক মাস আগেই সংবাদমাধ্যম উত্তাল হয়েছিল এ আর রহমানের দীর্ঘদিনের বিবাহিত জীবনে ফুলস্টপ দিয়ে আলাদা হয়ে গেলেন দু'জনে৷ কিন্তু হঠাৎই সায়রা বানুর দাবি তাঁকে যেন রহমানের প্রাক্তন স্ত্রী না বলা হয়৷ তাঁর দাবি তাঁদের ডিভোর্স হয়নি তাঁদের৷ Photo- File
advertisement
advertisement
advertisement
রবিবার, ১৬ মার্চ, সায়রা বানু রহমানের অসুস্থতার বিষয়ে একটি ভয়েস নোট শেয়ার করেছিলেন। তিনি ‘সালাম’ দিয়ে শুরু করেছিলেন, যোগ করেছিলেন, “আসসালামু আলেকুম। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমি খবর পেয়েছি যে তাঁর বুকে ব্যথা হয়েছে এবং তার অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে, এবং আল্লাহর রহমতে, তিনি এখন ভাল আছেন; তিনি ভাল আছেন।” Photo- File
advertisement
পরে তিনি অনুরোধ করেন যে তাঁকে মিউজিক কম্পোজারের প্রাক্তন স্ত্রী হিসেবে সম্বোধন না করা হোক। তিনি বলেন, “আমি আপনাদের সকলকে বলতে চাই যে আমরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করিনি, আমরা এখনও স্বামী-স্ত্রী, আমরা আলাদা আছি কারণ গত দুই বছর ধরে আমার শরীর ভাল ছিল না এবং আমি তাঁকে খুব বেশি চাপ দিতে চাইনি, তবে দয়া করে 'প্রাক্তন স্ত্রী' বলবেন না।’ Photo- File
advertisement
advertisement
advertisement
এদিকে, বিদেশ থেকে ফিরে আসার পর অস্বস্তি এবং ঘাড়ে ব্যথার অসুবিধার কারণে এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিনে বলা হয়, "মিঃ এ আর রহমান, আজ সকালে ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতাল আসেন এবং নিয়মিত চেকআপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।" তাঁর মেডিকেল বুলেটিনে হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডঃ আর কে ভেঙ্কটসালামের সই ছিল। Photo- File
advertisement
কয়েক দিন আগে সায়রা বানুকেও জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করা হয়, তাঁর কয়েক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটেছে। তারপর থেকে, তিনি তার আইনি পরামর্শদাতা বন্দনা শাহের একটি বিবৃতির মাধ্যমে তার স্বাস্থ্যের আপডেট জানিয়ে আসছেন। তাঁর বিবৃতিতে, সায়রা রহমান এ আর রহমান এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। Photo- File