Bollywood Gossip: ৬০ বছরেও পেয়েছেন নতুন পার্টনার, ৪ বছর ধরে ‘এই’ থেরাপিতেই কামাল, কীসে চাঙ্গা হয়ে ফুটছেন আমির
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Bollywood Gossip: দীর্ঘ চার বছরের থেরাপির কারণেই ৬০ বছর বয়সে এসেও আবার পেয়েছেন ভালবাসার হদিশ, অকপটে স্বীকার করে নিলেন আমির খান
মুম্বই: চলতি বছরেই ৬০ বছরে পা রেখেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা আমির খান। সম্প্রতিই তিনি চর্চার শিরোনামে উঠে এসেছেন। আসলে অভিনেতা সংবাদমাধ্যমের সামনে এনেছেন নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা তিনি। ফিল্মফেয়ার-এর সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় নিজের পরিবর্তিত সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন আমির।
advertisement
advertisement
থেরাপির মাধ্যমে হিলিং:আমির খান স্বীকার করে নিয়েছেন যে, বিগত চার বছর ধরে থেরাপি নিচ্ছিলেন তিনি। এ-ও স্বীকার করে নিয়েছেন যে, থেরাপি সেশনের মাধ্যমে তাঁর ব্যক্তিগত বিকাশ তাঁর নতুন সম্পর্কের উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আর নিজের উপর মনোযোগ দেওয়ার ফলে আমিরের এক অন্য রূপের সন্ধান পেয়েছেন গৌরী। আসলে অভিনেতাকে তিনি আরও আত্ম-সচেতন, সেটলড এবং আবেগগত দিক থেকে আরও শক্তিশালী রূপে পেয়েছেন।
advertisement
আমির আরও বলেন যে, এই থেরাপির কারণে নিজের ব্যক্তিগত জীবনে আরও ভাল সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন তিনি। ফিল্মফেয়ারের কাছে অভিনেতা বলেন যে, “সঙ্গী নির্বাচন করার মতো মৌলিক কিছু বিষয়ের কথাই ধরা যাক। আর থেরাপির চার বছর পর এখন এক মাইল দূর থেকেই আমি রেড ফ্ল্যাগ চিনতে পারি। একেবারে ভিতর থেকে এই হিলিং উভয়ের মধ্যে একটি শক্তিশালী এবং আরও অর্থবহ সংযোগের ভিত্তি স্থাপন করেছে। গৌরী এখন এক নতুন আমিরের সাক্ষাৎ পেয়েছেন। আরও সুস্থ ভার্সন। একটু বেশি স্বাচ্ছন্দ্য। আশা করি, আরও একটু ভাল।”
advertisement
প্রাক্তন সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা:নিজের প্রথম দুই স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়ের উচ্ছ্বসিত প্রশংসাও করলেন আমির। জানান যে, বৈবাহিক সম্পর্ক ভেঙে গেলেও ওই দুই মহিলা তাঁর জীবনে উষ্ণতা এবং অনুপ্রেরণার উৎস। তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধার কারণেই বিচ্ছেদের পরেও তাঁরা অর্থবহ সম্পর্কে রয়েছেন। সেই সঙ্গে সম্পর্কের অনন্যতাকেও স্বীকৃতি দিয়েছেন আমির। আর দুই ক্ষেত্রেই তিক্ততার অনুপস্থিতির কথাও জানিয়েছেন তিনি।
advertisement
রিনা এবং কিরণের সঙ্গে বিরল যোগ:রিনার বাবার সঙ্গে জড়িয়ে থাকা এক ব্যক্তিগত মুহূর্তের কথা স্মরণ করে আমির জানান যে, বাবার ক্যানসার ধরা পড়ার পর সে কথা আমিরকে জানিয়েছিলেন রিনা। তবে মেডিক্যাল সাহায্য নিতে অনিচ্ছুকই ছিলেন। আমির তাঁকে চিকিৎসার জন্য রাজি করিয়েছিলেন। এই ঘটনাতেই প্রতিফলিত হয়েছে তাঁদের মধ্যেকার গভীর বিশ্বাস। তারপর কন্যা আইরার বিয়েতে সকলকে একসঙ্গে দেখেও আমিরের দারুণ অনুভূতি হয়েছিল।