বলিউড সেলিব্রিটিদের ব্যাপারই যেন আলাদা। পোশাক থেকে স্টাইল স্টেটমেন্টে যেমন প্রতিদিনই নতুন চমক দেন তাঁরা, তেমনই রোজগারের ক্ষেত্রেও রয়েছে বড়সড় ব্যাপার। আর তার চেয়েও বড় ব্যাপার তাঁদের বডিগার্ডদের মাইনে (Bollywood Celebrity Bodyguards Salary)। ভক্তদের উন্মাদনা বা যে কোনও কিছু থেকে সেলিব্রিটিদের নিরাপত্তা বজায় রাখার গুরুদায়িত্ব পালন করেন এই দেহরক্ষীরা (Bollywood Celebrity Bodyguards Salary)। কিন্তু একেক জনের বার্ষিক আয় শুনলে যে কেউ ভিরমি খেতে বাধ্য (Bollywood Celebrity Bodyguards Salary)।