Bollywood Actress: ডেবিউ ছবিতেই রাতারাতি স্টার, দ্বিতীয় ছবিও করে কোটি কোটি আয়! তৃতীয়তে কী হল, ধ্বংস নায়িকার ফিল্মি কেরিয়ার?

Last Updated:
Guess The Celebrity: অভিনেত্রীর প্রথম ছবি বলিউডের ইতিহাসে বক্স অফিসে অন‍্যতম সেরা হিট। কোটি কোটি টাকা আয় করেছিল সেই ছবি। শুধু তাই নয়, সমালোচকদের থেকেও প্রশংসা পেয়েছিল নায়িকার ডেবিউ ছবি। প্রশংসিত হয় তাঁর অভিনয়ও।
1/9
বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ নয়। বাবা মায়ের হাত ধরেই হোক বা নিজের গরজে। সফল অভিনেতা বা অভিনেত্রী গেলে প্রতিটি মুহূর্তে লড়াই করতে হয়। অনেক কষ্ট করে মায়ানগরীতে নিজের ভিত তৈরি করেছেন, এমন উদাহরণ ভুরি ভুরি। আবার প্রতিষ্ঠিত হওয়ার পর হারিয়ে গিয়েছেন এমন উদাহরণও কম নয়।
বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ নয়। বাবা মায়ের হাত ধরেই হোক বা নিজের গরজে। সফল অভিনেতা বা অভিনেত্রী গেলে প্রতিটি মুহূর্তে লড়াই করতে হয়। অনেক কষ্ট করে মায়ানগরীতে নিজের ভিত তৈরি করেছেন, এমন উদাহরণ ভুরি ভুরি। আবার প্রতিষ্ঠিত হওয়ার পর হারিয়ে গিয়েছেন এমন উদাহরণও কম নয়।
advertisement
2/9
অভিনেত্রীর প্রথম ছবি বলিউডের ইতিহাসে বক্স অফিসে অন‍্যতম সেরা হিট। কোটি কোটি টাকা আয় করেছিল সেই ছবি। শুধু তাই নয়, সমালোচকদের থেকেও প্রশংসা পেয়েছিল নায়িকার ডেবিউ ছবি। প্রশংসিত হয় তাঁর অভিনয়ও।
অভিনেত্রীর প্রথম ছবি বলিউডের ইতিহাসে বক্স অফিসে অন‍্যতম সেরা হিট। কোটি কোটি টাকা আয় করেছিল সেই ছবি। শুধু তাই নয়, সমালোচকদের থেকেও প্রশংসা পেয়েছিল নায়িকার ডেবিউ ছবি। প্রশংসিত হয় তাঁর অভিনয়ও।
advertisement
3/9
প্রথম ছবিতেই বলিউডের এক সুপাস্টারের সঙ্গে কাজ করেছিলেন নায়িকা। তাঁর নির্মল সৌন্দর্য মন কেড়েছিল অগুনতি দর্শকের। এরপর সেই সুপারস্টারের হাত ধরেই দ্বিতীয় ছবি।
প্রথম ছবিতেই বলিউডের এক সুপাস্টারের সঙ্গে কাজ করেছিলেন নায়িকা। তাঁর নির্মল সৌন্দর্য মন কেড়েছিল অগুনতি দর্শকের। এরপর সেই সুপারস্টারের হাত ধরেই দ্বিতীয় ছবি।
advertisement
4/9
দ্বিতীয় ছবিও হিট। পাশাপাশি অভিনয়ের জন‍্য পেলেন ভূয়সী প্রশংসা। কিন্তু তারপর কীভাবে হারিয়ে গেলেন আমির খানের ছবির নায়িকা? বর্তমানে অভিনয় জগত থেকে তিনি শতহস্ত দূরে থাকেন।
দ্বিতীয় ছবিও হিট। পাশাপাশি অভিনয়ের জন‍্য পেলেন ভূয়সী প্রশংসা। কিন্তু তারপর কীভাবে হারিয়ে গেলেন আমির খানের ছবির নায়িকা? বর্তমানে অভিনয় জগত থেকে তিনি শতহস্ত দূরে থাকেন।
advertisement
5/9
বলিউডের ইতিহাসে অন‍্যতম সেরা ছবি ‘দঙ্গল’।  'আমির খান' অভিনীত এই ছবিটি ২০১৬ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ২ হাজার কোটি টাকা আয় করে। এই ছবিতে গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান জায়রা ওয়াসিম।
বলিউডের ইতিহাসে অন‍্যতম সেরা ছবি ‘দঙ্গল’। 'আমির খান' অভিনীত এই ছবিটি ২০১৬ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ২ হাজার কোটি টাকা আয় করে। এই ছবিতে গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান জায়রা ওয়াসিম।
advertisement
6/9
কাশ্মীরের কন‍্যা জায়রার অভিনয়ের প্রশংসা করেছিলেন দর্শক থেকে সমালোচক, সকলেই। তাঁর অসাধারণ সৌন্দর্যেও মুগ্ধ ছিলেন অনেকে। কিন্তু কীভাবে হঠাত্‍ হারিয়ে গেলেন এই তারকা? অভিনয় জীবনে মোট তিনটি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
কাশ্মীরের কন‍্যা জায়রার অভিনয়ের প্রশংসা করেছিলেন দর্শক থেকে সমালোচক, সকলেই। তাঁর অসাধারণ সৌন্দর্যেও মুগ্ধ ছিলেন অনেকে। কিন্তু কীভাবে হঠাত্‍ হারিয়ে গেলেন এই তারকা? অভিনয় জীবনে মোট তিনটি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
advertisement
7/9
জায়রা ওয়াসিম অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিক্রেট সুপারস্টার’। এই ছবিতেই আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন জায়রা। ‘সিক্রেট সুপারস্টার’ও সফল হয়।
জায়রা ওয়াসিম অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিক্রেট সুপারস্টার’। এই ছবিতেই আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন জায়রা। ‘সিক্রেট সুপারস্টার’ও সফল হয়।
advertisement
8/9
জাইরা ওয়াসিমকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এ। যদিও এই ছবি বক্স অফিসে ফ্লপ হয়। এই ছবির পর জাইরা ওয়াসিম বলিউডের গ্ল্যামারাস জগতকে বিদায় জানান।
জাইরা ওয়াসিমকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এ। যদিও এই ছবি বক্স অফিসে ফ্লপ হয়। এই ছবির পর জাইরা ওয়াসিম বলিউডের গ্ল্যামারাস জগতকে বিদায় জানান।
advertisement
9/9
অল্প বয়সে সমস্ত খ্যাতি পাওয়া সত্ত্বেও, জাইরা ওয়াসিম মুম্বইকে বিদায় জানিয়ে কাশ্মীরে ফিরে যান। জাইরা কাশ্মীরে তার বাড়িতে থাকেন। জাইরা ওয়াসিম ২০১৯ সাল থেকে কোনও ছবিতে কাজ করেননি। তবে জাইরার ভক্তরা এখনও তার ছবির জন্য অপেক্ষা করছেন।
অল্প বয়সে সমস্ত খ্যাতি পাওয়া সত্ত্বেও, জাইরা ওয়াসিম মুম্বইকে বিদায় জানিয়ে কাশ্মীরে ফিরে যান। জাইরা কাশ্মীরে তার বাড়িতে থাকেন। জাইরা ওয়াসিম ২০১৯ সাল থেকে কোনও ছবিতে কাজ করেননি। তবে জাইরার ভক্তরা এখনও তার ছবির জন্য অপেক্ষা করছেন।
advertisement
advertisement
advertisement