Guess the Film: হিরো-ভিলেন দু’জনকেই চুমুতে ভরিয়ে দেন নায়িকা,সুপারহিট এই বলিউড সিনেমার একটা সিনও পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: নায়ক এবং খলনায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দিয়ে একটি চাঞ্চল্য তৈরি করেছিলেন নায়িকা। পুরো সিনেমায় অসংখ্য চুমুর দৃশ্য রয়েছে। ছবিতে ছিলেন বিপাশার স্বামী করণ সিং গ্রোভার৷ তবে তাঁর সঙ্গে কোন নায়িকা ছিল, সেটাই প্রশ্ন...আপনি কি জানেন?
advertisement
advertisement
গল্পটি শুরু হয় আদিত্য দেওয়ান (শারমন জোশী) এবং তার স্ত্রী সিয়াকে (জারিন খান) দিয়ে, যারা একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনা করছে। আদিত্যের ভাই বিক্রম দেওয়ান আগে কোম্পানিটি পরিচালনা করছিলেন, কিন্তু তিনি একটি বিমান দুর্ঘটনায় মারা যান। আদিত্য এখন তার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছেন। (ছবি সৌজন্যে: ইউটিউব গ্র্যাব)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশাল পান্ড্য পরিচালিত 'হেট স্টোরি ৩' বক্স অফিসে হিট প্রমাণিত হয়েছে। এটি তৈরিতে ২০ কোটি টাকা খরচ হয়েছে। ভারতে ছবিটি ৫১.৭৩ কোটি টাকা ব্যবসা করে। বিশ্বব্যাপী মোট আয় ৭৫.১০ কোটি টাকা। এইভাবে, ছবিটি তার বাজেটের প্রায় ৪ গুণ বেশি লাভ করেছে। আপনি জিও হটস্টারে এই ছবিটি দেখতে পারেন। (ছবি সৌজন্যে: ইউটিউব গ্র্যাব)