Bollywood Gossip: সাফল্য মাথায় চেপে বসল, ১৭ বছরেই প্রেগন্যান্ট বলি নায়িকা! গোপন তথ্য ফাঁস করেন ছবির হিরো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউডের নায়িকা মানেই তাঁকে জড়িয়ে নানা গুঞ্জন৷ এমনই এক নায়িকা যিনি কেরিয়ারে অত্যন্ত সফল হয়েও ব্যক্তিগত জীবনে ঘটিয়েছেন নানা কাণ্ড! মাত্র ১৭ বছরেই গর্ভবতী হন নায়িকা৷ এই খবর জানিয়ে বোমা ফাটিয়েছিলেন তাঁর প্রথম ছবির হিরো!
এখনকার সব নায়িকা সময় মতো বিয়ে করে সংসার পাতছেন৷ সন্তান জন্মের পরও স্বাভাবিক নিয়মেই তাঁর অভিনয় করেন৷ এটাই লেটেস্ট ট্রেন্ড৷ তবে একটা সময় ছিল যখন সংসার-সন্তান থাকা নায়িকারা থাকতেন বলিউডের বাইরেই৷ অর্থাৎ তাঁরা অভিনয় জগৎ থেকে দূরে থাকতেন৷ এমনই হয়েছিল ১৭ বছরে প্রেগন্যান্ট হওয়া নায়িকার সঙ্গে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিয়ের করে ডিম্পল ছিলেন খুবই খুশি৷ বলিউডকে বিদায় জানাতে তাঁর একবারেও কষ্ট হয়নি৷ কারণ সুপারস্টার রাজেশ খান্নার জন্য প্রেমে পাগল ছিলেন ডিম্পল৷ এবং তাঁকে বিয়ে করে ডিম্পল যেন হাতে স্বর্গ পান৷ ফলে বিয়ে করে সুখে সংসার করাই ছিল তাঁর উদ্দেশ্য৷ যদিও বিয়ের ৯ বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়৷ তবে আলাদা হন ডিম্পল-রাজেশ৷ সন্তানদের কথা ভেবে তাঁরা বিবাহবিচ্ছেদ করেননি৷
advertisement