Bollywood : শুধু শাহরুখের মন্নত নয়! এই ৮ তারকার ঝুলিতে কোটি কোটি টাকার বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:
Bollywood : বলিউডের ৮ তারকা যাঁদের বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
1/8
প্রথমেই নাম আসে বলিউডের কিং খান শাহরুখ খানের। নিজের লড়াইয়ে বলিউডে এমন জায়গা করে নিয়েছেন শাহরুখ। আর এখন তিনি বিরাট সম্পত্তির মালিক। ২০০১ সালে মুম্বইয়ে বাড়ি কিনেছিলেন ১৩.৩২ কোটি টাকা দিয়ে। সেই বাড়ির নাম এখন মন্নত। আজ সেই ৬ তলা বাড়ির দাম ২০০ কোটি টাকা।
প্রথমেই নাম আসে বলিউডের কিং খান শাহরুখ খানের। নিজের লড়াইয়ে বলিউডে এমন জায়গা করে নিয়েছেন শাহরুখ। আর এখন তিনি বিরাট সম্পত্তির মালিক। ২০০১ সালে মুম্বইয়ে বাড়ি কিনেছিলেন ১৩.৩২ কোটি টাকা দিয়ে। সেই বাড়ির নাম এখন মন্নত। আজ সেই ৬ তলা বাড়ির দাম ২০০ কোটি টাকা।
advertisement
2/8
অজয় দেবগণ ও কাজলের বাড়ি এই তালিকায় রয়েছে। জুহুতে অবস্থিত তারকা জুটির এই বাড়ির নাম শক্তি। সবুজ গাছে ঘেরা এই বাড়ির বর্তমান দাম ৬০ কোটি টাকা।
অজয় দেবগণ ও কাজলের বাড়ি এই তালিকায় রয়েছে। জুহুতে অবস্থিত তারকা জুটির এই বাড়ির নাম শক্তি। সবুজ গাছে ঘেরা এই বাড়ির বর্তমান দাম ৬০ কোটি টাকা।
advertisement
3/8
বচ্চন পরিবারের বাড়ির নাম জলসা। সত্তে পে সত্তা ছবির পরে রমেশ সিপ্পি এই বাড়ি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন। এখন এই বাড়ির দাম ১০০ থেকে ১২০ কোটির মধ্যে।
বচ্চন পরিবারের বাড়ির নাম জলসা। সত্তে পে সত্তা ছবির পরে রমেশ সিপ্পি এই বাড়ি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন। এখন এই বাড়ির দাম ১০০ থেকে ১২০ কোটির মধ্যে।
advertisement
4/8
জুহু বিচে বিলাসবহুল বাড়ি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। বাড়ি সাজানোর ব্যাপারে খুবই খুঁতখুঁতে টুইঙ্কল। বর্তমানে তাঁদের বাড়ির দাম ৮০ কোটি টাকা।
জুহু বিচে বিলাসবহুল বাড়ি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। বাড়ি সাজানোর ব্যাপারে খুবই খুঁতখুঁতে টুইঙ্কল। বর্তমানে তাঁদের বাড়ির দাম ৮০ কোটি টাকা।
advertisement
5/8
ভিলা ইন দ্য স্কাই নামে এক বিরাট বিলাসবহুল পেন্টহাউজে থাকেন জন আব্রাহাম। বান্দ্রায় অবস্থিত ৪০০০ বর্গফুটের এই বাড়ির বর্তমান মূল্য ৬০ কোটি টাকা।
ভিলা ইন দ্য স্কাই নামে এক বিরাট বিলাসবহুল পেন্টহাউজে থাকেন জন আব্রাহাম। বান্দ্রায় অবস্থিত ৪০০০ বর্গফুটের এই বাড়ির বর্তমান মূল্য ৬০ কোটি টাকা।
advertisement
6/8
তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর সেখানেই এক বিলাসবহুল বাড়িতে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। লস এঞ্জেলেসে এই বাড়ির দাম ২০ মিলিয়ন ডলারেরও বেশি। যার ভারতীয় মূল্যে দাম প্রায় ১৬০ কোটি টাকা।
তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর সেখানেই এক বিলাসবহুল বাড়িতে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। লস এঞ্জেলেসে এই বাড়ির দাম ২০ মিলিয়ন ডলারেরও বেশি। যার ভারতীয় মূল্যে দাম প্রায় ১৬০ কোটি টাকা।
advertisement
7/8
মুম্বইয়ের ওরলিতে গত বছর একটি ডুপ্লেক্স বাড়ি কেনেন শাহিদ কাপুর। যার দাম ৫৬.৬ কোটি টাকা। ৪২ ও ৪৩ তলা জুড়ে এই বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগর।
মুম্বইয়ের ওরলিতে গত বছর একটি ডুপ্লেক্স বাড়ি কেনেন শাহিদ কাপুর। যার দাম ৫৬.৬ কোটি টাকা। ৪২ ও ৪৩ তলা জুড়ে এই বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগর।
advertisement
8/8
প্রায়ই দেখা যায়, সবুজে মোড়া ঘাসের উপর যোগা করছেন শিল্পা শেট্টি। মুম্বইয়ের সি-ফেসিং এই বাড়ির নাম কিনারা। দাম ১০০ কোটি টাকা। ভারতের অন্যতম দামি বাড়ি এটি।
প্রায়ই দেখা যায়, সবুজে মোড়া ঘাসের উপর যোগা করছেন শিল্পা শেট্টি। মুম্বইয়ের সি-ফেসিং এই বাড়ির নাম কিনারা। দাম ১০০ কোটি টাকা। ভারতের অন্যতম দামি বাড়ি এটি।
advertisement
advertisement
advertisement