Deepika-Ranveer Expecting Twins: যমজ সন্তানের জন্ম দেবেন দীপিকা? স্ফীতোদরের ছবি দেখে যা বোঝা গেল...তুঙ্গে জল্পনা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Deepika-Ranveer Expecting Twins: স্বামী রণবীর সিংয়ের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাঁর অন্তসত্ত্বা অবস্থার ফটোশুটের ছবি শেয়ার করেছেন। যেখানে স্পষ্ট দেখা গিয়েছে তাঁর বেবিবাম্প। যমজ সন্তানের জন্ম দেবেন দীপিকা? স্ফীতোদরের ছবি দেখে যা বোঝা গেল...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের নতুন বাড়ির কাজও শীঘ্রই শেষ হতে চলেছে। এটি শাহরুখ খানের বাড়ি 'মন্নত'-এর খুব কাছে এবং মুম্বইয়ের সবচেয়ে আভিজাত এলাকায়। দু’ বছর আগে এই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন রণবীর ও দীপিকা। তখন থেকেই কাজ চলছিল। মা হওয়ার পর স্বামী এবং সন্তানকে নিয়ে এই নতুন বাড়িতে চলে আসবেন দীপিকা। Photo:Instagram
advertisement
advertisement
advertisement
এর আগে, দীপিকাকে হেলিকপ্টার পাইলটের ভূমিকায় ‘ফাইটার’-এ দেখা গিয়েছিল, যে একটি আন্তঃসীমান্ত অভিযান থেকে ফাইটার পাইলটদের একটি দলকে উদ্ধার করে। পাইপলাইনে তার ‘সিংহাম এগেইন’ রয়েছে যেখানে তাঁকে এর পর একজন মহিলা সুপারকপ হিসেবে দেখা যাবে। শক্তি শেঠির ভূমিকায় অভিনয় করবেন দীপিকা। রণবীরও থাকবেন এই ছবিতে। Photo:Instagram
advertisement