Bollywood news: বিয়ের অনুষ্ঠানে নেচেও মোটা অঙ্কের অর্থ নেন বলি তারকারা! কে হায়েস্ট পেড জেনে নিন

Last Updated:
Bollywood news: বলিউডের তারকাদের বহু ধনী ও বিলাসবহুল বিয়েতে আমন্ত্রণ জানানোর চল বহুদিনেরই।
1/8
বলিউডের তারকাদের বহু ধনী ও বিলাসবহুল বিয়েতে আমন্ত্রণ জানানোর চল বহুদিনেরই। তবে বিনামূল্যে নয়। মোটা অঙ্কের বিনিময়ে তাঁদের আমন্ত্রণ করে নিয়ে আসা হয়। কয়েক মুহূর্তের উপস্থিতির জন্য অথবা নাচের পারফরম্যান্সের  কোন অভিনেতা কত অর্থ নেন জেনে নিন।
বলিউডের তারকাদের বহু ধনী ও বিলাসবহুল বিয়েতে আমন্ত্রণ জানানোর চল বহুদিনেরই। তবে বিনামূল্যে নয়। মোটা অঙ্কের বিনিময়ে তাঁদের আমন্ত্রণ করে নিয়ে আসা হয়। কয়েক মুহূর্তের উপস্থিতির জন্য অথবা নাচের পারফরম্যান্সের কোন অভিনেতা কত অর্থ নেন জেনে নিন।
advertisement
2/8
১) ক্যাটরিনা কাইফ একটি বিয়েতে ডান্স পারফরম্যান্সের জন্য ৩ কোটি টাকা নেন বলে জানা যায়। বিয়েতে সবচেয়ে বেশি আমন্ত্রণ পান এই অভিনেত্রী। এমনিতেই অভিনেত্রী নাচে পারদর্শী। তাই বিয়ের অনুষ্ঠানে তার পারিশ্রমিকও বড় অঙ্কের।
১) ক্যাটরিনা কাইফ একটি বিয়েতে ডান্স পারফরম্যান্সের জন্য ৩ কোটি টাকা নেন বলে জানা যায়। বিয়েতে সবচেয়ে বেশি আমন্ত্রণ পান এই অভিনেত্রী। এমনিতেই অভিনেত্রী নাচে পারদর্শী। তাই বিয়ের অনুষ্ঠানে তার পারিশ্রমিকও বড় অঙ্কের।
advertisement
3/8
২) সলমন খানের জনপ্রিয়তা নতুন করে বলার অবকাশ রাখে না। তাঁর ছবি মুক্তি পেলে সিনেমা হলে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানেও তাঁর একই রকম চাহিদা।প্রচুর ডাক পান তিনি। জানা যায় তিনি ২ কোটি টাকা করে নেন।
২) সলমন খানের জনপ্রিয়তা নতুন করে বলার অবকাশ রাখে না। তাঁর ছবি মুক্তি পেলে সিনেমা হলে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানেও তাঁর একই রকম চাহিদা।প্রচুর ডাক পান তিনি। জানা যায় তিনি ২ কোটি টাকা করে নেন।
advertisement
4/8
৩) রণবীর সিং মনোরঞ্জন করতে সিদ্ধহস্ত। যে কোনও অনুষ্ঠানেই তাঁর উপস্থিতি আবহকে উজ্জ্বল করে তোলে। মানুষ হিসেবেও তিনি রঙিন। তাই বিয়েতেও তিনি ভালোই ডাক পান। বিয়েতে ডান্স পারফরম্যান্সের জন্য তিনি ১ কোটি টাকা নেন।
৩) রণবীর সিং মনোরঞ্জন করতে সিদ্ধহস্ত। যে কোনও অনুষ্ঠানেই তাঁর উপস্থিতি আবহকে উজ্জ্বল করে তোলে। মানুষ হিসেবেও তিনি রঙিন। তাই বিয়েতেও তিনি ভালোই ডাক পান। বিয়েতে ডান্স পারফরম্যান্সের জন্য তিনি ১ কোটি টাকা নেন।
advertisement
5/8
৪) বলিউডের দিভা হলেন দীপিকা পাডুকোন। রাজকীয় পোশাকে গিয়েছে যায় তাঁকে সঞ্জয় লীলা ভনসালীর একাধিক ছবিতে। আর তারই বিয়েতেও ডাক পান দীপিকা পাডুকোন। তিনিও ১ কোটি টাকা করে নেন।
৪) বলিউডের দিভা হলেন দীপিকা পাডুকোন। রাজকীয় পোশাকে গিয়েছে যায় তাঁকে সঞ্জয় লীলা ভনসালীর একাধিক ছবিতে। আর তারই বিয়েতেও ডাক পান দীপিকা পাডুকোন। তিনিও ১ কোটি টাকা করে নেন।
advertisement
6/8
৫) তিনি বলিউডের কিং খান। সারা বিশ্বে ছড়িয়ে তাঁর ভক্তের সংখ্যা। তিনি যেখানেই যান ভক্তরা ঘিরে ধরে। আর তাই বিয়েতেও মোটা অঙ্ক নেন শাহরুখ খান। জানা যায় বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি ৩ কোটি টাকা করে নেন।
৫) তিনি বলিউডের কিং খান। সারা বিশ্বে ছড়িয়ে তাঁর ভক্তের সংখ্যা। তিনি যেখানেই যান ভক্তরা ঘিরে ধরে। আর তাই বিয়েতেও মোটা অঙ্ক নেন শাহরুখ খান। জানা যায় বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি ৩ কোটি টাকা করে নেন।
advertisement
7/8
৬) নাচের প্রসঙ্গে হৃতিক রোশনের নাম উঠে আসবেই। আর রয়েছে তাঁর গ্রিক গডের মতো চেহারা। তাই তাঁর ভক্তের সংখ্যাও অনেক। তিনি বিয়েতে নাচার জন্য ২.৫ কো‌টি টাকা নেন।
৬) নাচের প্রসঙ্গে হৃতিক রোশনের নাম উঠে আসবেই। আর রয়েছে তাঁর গ্রিক গডের মতো চেহারা। তাই তাঁর ভক্তের সংখ্যাও অনেক। তিনি বিয়েতে নাচার জন্য ২.৫ কো‌টি টাকা নেন।
advertisement
8/8
৭) বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখন তাঁর বাসস্থান হলিউড। কিন্তু তা বলে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এ তাঁকে দেখা যাবে না? ও বিয়েতে ডান্স পারফর্ম্যান্সের জন্য ২.৫ কোটি টাকা নেন।
৭) বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখন তাঁর বাসস্থান হলিউড। কিন্তু তা বলে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এ তাঁকে দেখা যাবে না? ও বিয়েতে ডান্স পারফর্ম্যান্সের জন্য ২.৫ কোটি টাকা নেন।
advertisement
advertisement
advertisement