* দেশে যতবার জাতি-ধর্মভেদ নিয়ে জিগির উঠেছে, তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবারে ফের অন্য প্রতিবাদে সামিল মিস্টার পারফেকসনিস্ট। স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদকে নিয়ে সকাল সকাল নেমে পড়েন রং খেলতে। আমিরের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মায়ের সঙ্গে হাতে পিচকিরি নিয়ে রং খেলছে আজাদ। ছবি: ইনস্টাগ্রাম।