বিএমডব্লিউ, জাগুয়ারে চড়ে মুম্বইয়ের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বিহার পুলিশ, নজর কাড়ছে সবার

Last Updated:
গত তিন দিন ধরে মুম্বইয়ের রাস্তা চষে বেড়াচ্ছে বিহার পুলিশ । জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁরা ।
1/6
• ২৬ জুলাই মোড় ঘুরে যায় সুশান্ত সিং আত্মহত্যা মামলার। সুশান্তের বাবা কেকে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনে মামলা করেন বিহার পুলিশে । এরপর থেকেই ময়দানে অবতীর্ণ হয় বিহার পুলিশ ।
• ২৬ জুলাই মোড় ঘুরে যায় সুশান্ত সিং আত্মহত্যা মামলার। সুশান্তের বাবা কেকে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনে মামলা করেন বিহার পুলিশে । এরপর থেকেই ময়দানে অবতীর্ণ হয় বিহার পুলিশ ।
advertisement
2/6
• ইতিমধ্যেই রিয়া আবার সুপ্রিম কোর্টে আবেদন জানান, সুশান্তের মৃত্যু মামলা বিহারে নয়, যেন সুপ্রিম কোর্টে বিচার হয় । তবে এই বিষয়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। অন্যদিকে, সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য দেশজুড়ে দাবি উঠছে ।
• ইতিমধ্যেই রিয়া আবার সুপ্রিম কোর্টে আবেদন জানান, সুশান্তের মৃত্যু মামলা বিহারে নয়, যেন সুপ্রিম কোর্টে বিচার হয় । তবে এই বিষয়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। অন্যদিকে, সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য দেশজুড়ে দাবি উঠছে ।
advertisement
3/6
• তবে এ বিষয়েও শীর্ষ কোর্ট জানিয়েছে, পুলিশকে তাঁরকাজ করার সুযোগ দেওয়া উচিত। ফলে এখন বিহার ও মুম্বই, দু’পক্ষই নিজেদের মতো করে তদন্ত করছে এই মামলার।
• তবে এ বিষয়েও শীর্ষ কোর্ট জানিয়েছে, পুলিশকে তাঁরকাজ করার সুযোগ দেওয়া উচিত। ফলে এখন বিহার ও মুম্বই, দু’পক্ষই নিজেদের মতো করে তদন্ত করছে এই মামলার।
advertisement
4/6
• গত তিন দিন ধরে মুম্বইয়ের রাস্তা চষে বেড়াচ্ছে বিহার পুলিশ । জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁরা । মুম্বই পুলিশও গত দেড় মাসে প্রায় ৪০ জনকে জেরা করেছে ।
• গত তিন দিন ধরে মুম্বইয়ের রাস্তা চষে বেড়াচ্ছে বিহার পুলিশ । জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁরা । মুম্বই পুলিশও গত দেড় মাসে প্রায় ৪০ জনকে জেরা করেছে ।
advertisement
5/6
• মুম্বইয়ের রাস্তায়এখন ঘুরে বেড়াচ্ছে বিহার পুলিশের বিলাসবহুল গাড়ি । কখনও বিএমডব্লিউ, কখনও জাগুয়ার । পুলিশকে এরকম হাই-প্রোফাইল গাড়ি থেকে নামতে দেখে সবার নজরই আটকে যাচ্ছে । সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেই ছবি ।
• মুম্বইয়ের রাস্তায়এখন ঘুরে বেড়াচ্ছে বিহার পুলিশের বিলাসবহুল গাড়ি । কখনও বিএমডব্লিউ, কখনও জাগুয়ার । পুলিশকে এরকম হাই-প্রোফাইল গাড়ি থেকে নামতে দেখে সবার নজরই আটকে যাচ্ছে । সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেই ছবি ।
advertisement
6/6
• পরে জানা যায়, মুম্বই পুলিশকে ওই গাড়ি দিয়েছেন অঙ্কিতা ।তদন্তের সুবিধার্থে নিজের বিএমডব্লিউ-টি পুলিশকে ব্যবহার করতে দিয়েছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা ।
• পরে জানা যায়, মুম্বই পুলিশকে ওই গাড়ি দিয়েছেন অঙ্কিতা ।তদন্তের সুবিধার্থে নিজের বিএমডব্লিউ-টি পুলিশকে ব্যবহার করতে দিয়েছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা ।
advertisement
advertisement
advertisement