আশা ভোঁসলের বাংলোয় বিদ্যুতের বিল ২ লক্ষ টাকারও বেশি! ‘মিটারে কোনও গন্ডগোল নেই’, দাবি বিদ্যুত সরবরাহকারী সংস্থার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এখনও পর্যন্ত অস্বাভাবিক বিলের অঙ্কে সর্বোচ্চ কিংবদন্তী গায়িকার লোনাভলার বাংলোর বিল ৷ ৫০ বা ৬০ হাজার নয়, একেবারে ২ লক্ষ ৷
করোনাকালে শুধু কলকাতাবাসী সাধারণ নাগরিক নয়, বিদ্যুতের বিলের অঙ্কে ছ্যাঁকা খেয়েছেন সেলিব্রিটিরাও ৷ ক্রিকেটার হরভজন সিং, অভিনেত্রী তাপসী পান্নু, হুমা কুরেশি সহ একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের পর এবার বিল বিভ্রাটের শিকার আশা ভোঁসলে ৷ হাজারের কোটা ছাড়িয়ে গায়িকার বাংলোর বিদ্যুত বিল দাঁড়িয়েছে ২ লক্ষ টাকা!
advertisement
advertisement
advertisement
যদিও এপ্রসঙ্গে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা Mahadiscom সংস্থা জানিয়েছে, মিটারে কোনও ভুল নেই ৷ ইতিমধ্যেই সংস্থার তরফে আধিকারিক গিয়ে গায়িকার বাংলোর মিটার পরীক্ষা করে এসেছেন ৷ মিটার ঠিক রিডিং নিচ্ছে বলে দাবি ওই আধিকারিকের ৷ একইসঙ্গে সংস্থার যুক্তি, এই পুরো সময় বাংলো মোটেও বন্ধ ছিল না ৷ সেখানে শ্যুটিংয়ের কাজও চলেছে ৷Representational Image