

সুশান্তের শেষকৃত্যে যাননি প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সেই নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠেছিল। মিডিয়ার মুখোমুখিও হননি অঙ্কিতা! একেকথায়, চুপ করে গিয়েছিলেন! কাছের বন্ধুরা জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর খবরে মানসিকভাবে বিধ্বস্ত অঙ্কিতা!


সুশান্তের মরদেহ দেখার সাহস বা শক্তি কোনওটাই তাঁর মধ্যে ছিল না! তাই শ্মশানে যাননি অঙ্কিতা, সুশান্তের মৃত্যুর পরদিন গিয়েছিলেন তাঁর বান্দ্রার ফ্ল্যাটে। সময়ের সঙ্গে সঙ্গে এখন হয়তো খানিকটা ধাতস্থ 'মনিকার্ণিকা' অভিনেত্রী! সুশান্ত প্রসঙ্গে মুখ খুললেন, প্রকাশ্যে, সংবাদমাধ্যমে!


সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুশান্ত প্রসঙ্গে মুখ খুললেন অঙ্কিতা... ভিড় করে এল নানা স্মৃতি, অ-বলা কথা! সেই সাক্ষাৎকারে আগাগোড়া সুশান্তের বাবাকে 'পাপা' বলেই সম্বোধন করেন প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।


অঙ্কিতা জানান, '' সুশান্তের শেষকৃত্যে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না! আমি ওর পরিবারের সঙ্গে দেখা করতে চাইছিলাম। ওরা সবাই ঠিক আছেন কি না, জানতে চাইছিলাম।'' অঙ্কিতা আরও বলেন, '' যার যাওয়ার সে তো চলেই গেল, কিন্তু 'পাপা' আছে, ওর দিদি আছে। ওদের খেয়াল রাখা, ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য! ওরা খুব খারাপ পরিস্থিতিতে ছিলেন।''


সুশান্তের মৃত্যুর দিনকয়েক বাদেই পটনায় সুশান্তের বাবার সঙ্গে দেখা করতে যান অঙ্কিতা। সুশান্তের বাবা কেকে সিং জানিয়েছিলেন, ''মুম্বইয়ে অঙ্কিতা আমার সঙ্গে দেখা করেছে। ও পটনাতেও এসেছিল আমার সঙ্গে দেখা করতে।'' সুশান্ত আর অঙ্কিতার ব্রেক আপ প্রসঙ্গে তিনি বলেন, '' এটা তো সংযোগ, যা হওয়ার তা হবে!''