

ছবির জন্য, চিত্রনাট্যের জন্য বহু অভিনেত্রী ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হতে পিছ পা হননি৷ শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে তাঁরা শরীরে সুত পর্যন্ত রাখেননি৷ কন্নড় ছবি আদাই-এ যেমন অমলা পাল একটি ধর্ষিত যুবতীর চরিত্রে অভিনয়ের জন্য সম্পূর্ণ নগ্ন হন৷


অমলা পাল স্পষ্ট জানান, এই চরিত্রের জন্য নগ্নতাই দরকার৷ শরীরে কাপড় রেখে এই চরিত্র ভাল করে ফুটিয়ে তোলা যাবে না৷


হলিউড তারকা শ্যারন স্টোন একাধিক ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়েছেন৷ বিশেষ করে শ্যারনের বিখ্যাত মুভি 'বেসিক ইনস্টিঙ্কট৷'


Zeher ছবিতে উদিতা গোস্বামী ইমরান হাশমির সঙ্গে একটি উত্তেজক দৃশ্যে অভিনয়ের জন্য সম্পূর্ণ নগ্ন হন৷ সেন্সরের কোপে সম্পূর্ণ নগ্নতা দেখানো যায়নি ওই ছবিতে৷


৩৪ বছর আগে ১৯৮৫ সালে ভারতীয় ছবিতে আলোড় ফেলে দেন মন্দাকিনী৷ রাম তেরি গঙ্গা মইলি ছবিতে মন্দাকিনী সেই স্নানের দৃশ্য আজও চর্চিত৷


কেট উইন্সলেট বহু ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়েছেন চরিত্রের স্বার্থে৷ টাইটানিক তো আছেই৷ এছাড়াও দ্য রিডার -সহ বহু ছবিতে তাঁকে নগ্ন দেখা গিয়েছে৷